Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কন্যাশ্রীদের উদ্বুদ্ধ করছে ৩ কন্যার পথনাটিকা


 

কন্যাশ্রীদের উদ্বুদ্ধ করছে ৩ কন্যার পথনাটিকা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কণ্যাভ্রুণ হত্যা ও বাল্যবিবাহ রোধে নানা সামাজিক প্রকল্প ও লাগাতার প্রচারাভিযানের মাধ্যমে প্রশাসন অবিরত চেষ্টা চালাচ্ছে সচেতনতা গড়ে তুলতে। বিভিন্ন জায়গায় চলছে সচেতনতার প্রচার। তারই অঙ্গ হিসেবে রাধিকা মন্ডল, শ্রাবণী বিশ্বাস এবং দেবযানী আচার্য পূর্ব বর্ধমান জেলার এই তিন কন্যা পথনাটিকার মাধ্যমে পৌঁছে যাচ্ছে জেলার বিভিন্ন স্কুলে। পথনাটিকা পরিবেশনে চারজন যুবকও রয়েছে। 

সম্প্রতি ইউনিসেফ ও বর্ধমান নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বাল্য বিবাহ রোধে ও শিশুদের সুরক্ষা সচেতনতায় জেলার নানা জায়গায় পথনাটিকার প্রদর্শনী শুরু করেছে। সেই মাধ্যমের হাত ধরেই এই তিন কন্য পৌঁছে যাচ্ছে স্কুলের কন্যাশ্রী ক্লাবের কাছে, বুঝিয়ে দিচ্ছে কন্যাশ্রী ক্লাবের কি কাজ, কি দায়িত্ব। রাধিকা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শ্রাবণী ও দেবযানী স্নাতক স্তরের ছাত্রী, তারাও একসময় নানা প্রতিকূলতা পেরিয়ে আজ পড়াশুনা চালিয়ে যাচ্ছে। সামাজিক নানা প্রকল্পের সাহায্য নিয়ে, সেই সাহস নিয়েই এগিয়ে যেতে বলছে অন্যদের।

 আজ ৪ জুলাই মেমারির পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির ব্যবস্থাপনায় পাল্লারোড গার্লস হাই স্কুল, রসুলপুর বাজার চত্বর সহ নানা জায়গায় তারা পথনাটিকার উপস্থাপনা করেছে বলে জানান সমিতির তরফে সন্দীপন সরকার। নাটক শেষে ছিল কুইজের ব্যবস্থাও। পাল্লারোড গার্লস হাই স্কুলের শিক্ষিকা মৌসুমী দাস বলেন, "এহেন উদ্যোগকে সাধুবাদ জানাই, আমাদের স্কুলের মেয়েরা অনেক কিছু শিখলো এই কর্মসূচি থেকে"। এদিন মন দিয়ে সব শুনছিল কন্যাশ্রী ক্লাবের অষ্টম শ্রেণীতে পড়া তোর্ষা ঘোষ বা দশম শ্রেণীতে পড়া সুমেধা দেবনাথ'রা কর্মশালা শেষে তাদের বক্তব্য "আমরা শিখলাম কিভাবে কোনো বন্ধু বিপদে পড়লে তাকে বাঁচাতে হবে, কন্যাশ্রী দিদিরা নাটকের মাধ্যমে সব শেখালো'' , আর ওই ৩ মেয়ে তারা পরবর্তী প্রজন্মের কন্যাশ্রীদের জন্য নি:শব্দে কাজ করে চলেছে।