Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি


 

রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি 

# সংবাদ প্রভাতী, ২৯ জুলাই 

গৌতম দাস, কামারকিতা : জাতি অনেক ধর্ম অনেক বর্ণ অনেক রক্ত এক এই স্লোগানকে সামনে রেখে বর্ধমান ১ ব্লকের বন্ডুল ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারকিতা গ্রামে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। কামারকিতা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র এবং পূর্ণম ফাউন্ডেশন আয়োজিত ২৯ জুলাই এর শিবিরে পুরুষ ও মহিলা সহ মোট ৭২ জন রক্তদান করেন।

 প্রয়াত কৃষ্ণদাস পাল এর স্মৃতিতে তাঁর জন্মদিনে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষ রোপণও করা হয়। রক্তদাতাদের হাতে গাছের চারা ও শংসাপত্র তুলে দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ,  দেওয়ানদিঘি থানার ভারপ্রাপ্ত ওসি দীপ্তেশ চ্যাটার্জী, কামারকিতা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের সহ সভাপতি  বিবেকানন্দ মল্লিক সহ কামারকিতা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের অন্যান্য ব্যাক্তিবর্গ।

 এদিনের অনুষ্ঠানে সহযোগিতায় ছিল কামারকিতা গ্রামবাসীবৃন্দ, বর্ধমান রেয়ার ব্লাড গ্রুপ। রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত বর্ধমানের ক্যামরি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।