Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সই নকল করে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে ধৃত প্রতারক


 

সই নকল করে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে ধৃত প্রতারক


কাজল মিত্র, আসানসোল : দীঘদিন বিভিন্ন ব্যাঙ্কে গ্রাহকদের সই নকল করে প্রতারণা করে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক ।শনিবার সালানপুর থানার  রূপনারায়নপুর স্টেট ব্যাঙ্ক এর শাখায় সই নকল করে টাকা তুলতে গিয়েছিল এক ব্যাক্তি। জানাগেছে ওই ব্যক্তির  নাম মনোরঞ্জন নায়েক। 

ঘটনার সম্পর্কে জানা যায় শনিবার সকাল ১১ টা নাগাদ রূপনারায়নপুর স্টেট ব্যাঙ্ক শাখায় ওই ব্যক্তি অন্য একজনের পাশবই এ নিজের ছবি সাটিয়ে  ব্যাঙ্কে এসেছিল টাকা তুলতে। প্রায় ৪০ হাজার  টাকা তুলেও নিয়েছিল ওই ব্যক্তি কিন্তু পরে ব্যাঙ্কের কর্মী লক্ষ করে ব্যাঙ্কের পাসবুক এর নামে এর সাথে ছবির মিল নেই এরপরেই টাকা হাতে দেওয়ার আগেই তাকে ব্যাঙ্ক ম্যানেজার এর কাছে যাওয়ার জন্যে বলেন কিন্তু ওই ব্যক্তি বুঝতে পেরে সুযোগ বুঝে ব্যাঙ্ক থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ব্যাঙ্ক কর্মী ও ব্যাঙ্কে কর্মরত থাকা দুই সিপিভিএফ এস কে আবুবক্কর ও শেখ সুলতান ছুটে গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। তারপর রূপনারায়নপুর পুলিশ এর হাতে তুলে দেওয়া হয় ।

ব্যাঙ্ক ম্যানেজার এর তরফে জানা যায় যে ওই ব্যক্তি মনোরঞ্জন  নায়েক দীঘদিন ধরে ব্যাঙ্ক প্রতারণার করত। এর আগেও চিত্তরঞ্জন পানুড়িয়া, ভাতার সহ বিভিন্ন এলাকায় এভাবেই ব্যাঙক থেকে টাকা তুলত  বলে জানা গেছে ।তবে তার সাথে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।