২১শে জুলাইকে সামনে রেখে মিছিল
অতনু হাজরা, জামালপুর : ২১ শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় সমাবেশকে সফল করে তুলতে ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরের চকদীঘি অঞ্চলের ফকির সাহেব তলা থেকে চকদিঘী বেলতলা পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিলের মূল উদ্যোক্তা চকদীঘি অঞ্চলের নেতা আজাদ রহমান।
এই মিছিলে পা মেলান বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ব্রাক্ষ্মন ঐক্য সংগঠনের প্রধান অমিত চক্রবর্তী, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী, সাহাবুদ্দিন শেখ সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তাই কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা ও রাজ্য সরকারের বিভিন্ন সফল ও প্রকল্প গুলি মানুষের কাছে তুলে ধরেন।
এখান থেকেই সকলের কাছে আবেদন করা হয় জামালপুর ব্লক থেকে চকদীঘি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক গিয়ে কলকাতার রাজপথ ভরিয়ে দিতে হবে। আজকের মিছিলে প্রায় ৩০০০ হাজার কর্মী সমর্থক পা মেলান।