চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পুলিশের স্বয়ংসিদ্ধা কর্মসূচিতে সচেতনতা বিষয়ক আলোচনা


 

পুলিশের স্বয়ংসিদ্ধা কর্মসূচিতে সচেতনতা বিষয়ক আলোচনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : বর্ধমান মহিলা থানার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা 'বর্ধমান সহযোদ্ধা'র ব্যবস্থাপনায় স্বয়ংসিদ্ধা কর্মসূচি আয়োজিত হলো তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে। আলোচনার বিষয় ছিল মানব পাচার, ট্রাফিকিং, কম বয়সে বিয়ে। 

বৃহস্পতিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়, বর্ধমান সহযোদ্ধা'র সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি ফাল্গুনী দাস রজক, তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার খাঁ, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন প্রমুখ। এদিন মূলত বিদ্যালয়ের ছাত্রীদের কম বয়সে বিয়ে তার প্রভাব, কিভাবে মানব পাচার হয় তার কুফল, ট্রাফিকিং কিভাবে রোধ করা যায় প্রভৃতি বিষয়ে আলোচনা করে বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়।