চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ধর্মতলার প্রস্তুতি মিছিল ও সভা



ধর্মতলার প্রস্তুতি মিছিল ও সভা 

অতনু হাজরা, আবুইঝাটি : তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক  সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি'র যুগলবন্দীতে ব্লকের বিভিন্ন অঞ্চলে একের পর এক ২১ সে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি মিছিল ও সভা হচ্ছে। বৃহস্পতিবার আবুইঝাটি ১ অঞ্চলে শহীদ স্মরণ দিবসকে সামনে রেখে একটি প্রস্তুতি মিছিল করা হয়। মিছিলটি ঝাপানডাঙ্গা চৌমাথা থেকে ঝাপানডাঙ্গা বাজার পর্যন্ত করা হয়। এলাকার কর্মীদের উৎসাহিত করতে মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, প্রধান আশরাফ আলী, দেবু হেমব্রম, সাহাবুদ্দিন শেখ সহ স্থানীয় নেতৃত্বরা। মিছিল শেষে একটি সভাও আয়োজিত হয়।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি,  পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সহ কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে স্লোগান তোলা হয়। বিধায়ক জানান ২১সে জুলাই ধর্মতলায় শহীদ তর্পণ করতে যে সভায় দল নেত্রী বক্তব্য রাখবেন সেই রাজপথ জামালপুরের কর্মীদের দিয়ে ভরিয়ে তুলতে হবে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন আজ পর্যন্ত ৭টি অঞ্চলে তাঁরা প্রস্তুতি মিছিল করলেন। দলনেত্রীর প্রতি মানুষের যে কত আবেগ, কত ভালোবাসা ও কত শ্রদ্ধা তা এই মিছিল গুলোতেই মানুষ বুঝিয়ে দিচ্ছেন।

Post a Comment

0 Comments