করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে মৃত ১, আজ পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ১৮৩
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের চতুর্থ পর্যায়ে এটাই প্রথম মৃত্যু। আজ পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮৩ জন। ৫ জুলাই সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলায় করোনা পজিটিভ ৩৭ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ১৫ জন। বাকিদের মধ্যে ভাতাড় ব্লকে ১ জন, বর্ধমান ১ ব্লকে ২ জন, বর্ধমান ২ ব্লকে ১ জন, গলসি ১ ব্লকের ১ জন, কালনা ২ ব্লকে ৪ জন, কাটোয়া ২ ব্লকে ১ জন, কেতুগ্রাম ১ ব্লকে ১ জন, মেমারি ১ ব্লকে ২ জন, মঙ্গলকোট ব্লকে ১ জন, পূর্বস্থলি ২ ব্লকে ৪ জন, গুসকরা পৌরসভা এলাকায় ১ জন, কালনা পৌরসভা এলাকায় ১ জন, এবং অন্য জেলা থেকে আসা ৩ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। সব মিলিয়ে করোনা অতিমারি পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে স্বাস্থ্য দপ্তর। সকলের কাছে অনুরোধ সাবধানে থাকুন। কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলুন।