ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন
অতনু হাজরা, জামালপুর : ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০ জন। জামালপুর থানার জৌগ্রামের তেলে পুকুর এলাকার ঘটনা। জন্মদিনের একটি অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়েই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্ত ২০ জনের জামালপুর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের পক্ষ থেকে বুধবার সকালে জানানো হয় গত রবিবার একটি জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে খাবার খাওয়ার পর থেকেই শুরু হয় বমি পায়খানা।
ওই ঘটনায় সে বাড়ি থেকে জামালপুর হাসপাতালে মোট কুড়িজনকে নিয়ে আসা হয়েছে। মেমারি হাসপাতালেও বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় এবং বর্ধমান হাসপাতাল বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।