Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিপত্তারিনি মায়ের পুজো উপলক্ষে জামালপুরের হালাড়ায় বিপুল ভক্ত সমাগম


 

বিপত্তারিনি মায়ের পুজো উপলক্ষে জামালপুরের হালাড়ায় বিপুল ভক্ত সমাগম 


অতনু হাজরা, জামালপুর : আজ ২রা জুলাই জামালপুরের হালাড়ার জাগ্রত দেবী মা বিপত্তারিণীর বিশেষ পুজো হয়। এই উপলক্ষে বিশাল মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার এবং আগামী মঙ্গলবার এই দুইদিন হবে মেলা। দূরদূরান্ত থেকে বহু ভক্ত সমাগম হয়েছে আজকের এই মেলায়। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার থেকে ৬০ হাজার ভক্ত সমাগম হয়।

 এত জনসমাগম হলেও মেলা পুরোপুরি শান্তি শৃঙ্খলার সঙ্গেই অনুষ্ঠিত হয়। কোন বছরই এমন হয়নি যে মেলাকে কেন্দ্র করে কোন ছোটখাটো অশান্তিও সৃষ্টি হয়েছে। জামালপুর থানার পক্ষ থেকে মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। সুশৃংখলভাবে নির্দিষ্ট লাইনে ভক্তরা মায়ের মন্দিরে পৌঁছান এবং সেখানে পুজো দিয়ে আবার নিজের নিজের বাড়ি ফিরে যান। বিপত্তারিণী মেলার একটি বিশেষ আকর্ষণই হচ্ছে মায়ের বিশেষ মাঙ্গলিক ডুরী। যা কেবলমাত্র মায়ের মন্দির থেকেই দর্শনার্থীদের দেওয়া হয়। বিপত্তারিণী মায়ের প্রধান পুরোহিত লক্ষীনারায়ণ চক্রবর্তী আমাদের জানান গত দু বছরে করোনার কারণে মেলা করা যায়নি। কিন্তু এবছর আবার মেলা হচ্ছে। দু'বছর পর আবার মেলা অনুষ্ঠিত হওয়ায় আগত সমস্ত ভক্তসহ এলাকার মানুষ খুব খুশি। 

বিপত্তারিনি মায়ের পুজোকে কেন্দ্র হরেক পসড়ার মেলা বসে মন্দির প্রাঙ্গণে। হালারা গ্রামের প্রতিটি বাড়িতে এদিন উৎসবের চেহারা নেয়।  জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং সপরিবারে এসে দেবী মায়ের কাছে পুজো দেন।