মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই পুণ্যার্থীর মৃত্যু, আহত আরও দুই
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও দু'জন। মৃতদের নাম সমীর ঘোষ ও অসিত ঘোষ। আহতদের নাম প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ। মৃত এবং আহতদের বাড়ি নবদ্বীপ থানার গদখালী গ্রামের ঘোষপাড়ায়।
জানা গেছে, শ্রাবণ মাস উপলক্ষে সোমবার শিবের মাথায় জল ঢালতে ৯ জনের একটি দল নবদ্বীপের গঙ্গা থেকে জল তুলে পূর্বস্থলীর থানার অন্তর্গত জামালপুরে বুড়োরাজ মন্দিরে আসছিলেন। ভোর রাতে পারুলিয়া বাজারের কাছে এস টি কে কে রোডের ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় হঠাৎই লেবু বোঝাই একটি ছোট হাতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বসে থাকা চার জনের উপর দিয়ে চলে যায়। বেপরোয়া মালবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। আহত দু'জনের জখম গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর নদীয়া জেলার শক্তিনগর হাসপাতালে রেফার করা হয়েছে। পূর্বস্থলী থানার পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করার সঙ্গে চালককে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে।