Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

WBJEE প্রকাশিত ফলাফলে পাশের হারে সকলকে টেক্কা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র-ছাত্রীরা


 

WBJEE প্রকাশিত ফলাফলে পাশের হারে সকলকে টেক্কা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্র-ছাত্রীরা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন  (WBJEE) এর ফল প্রকাশিত হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEE) চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, পরীক্ষা শেষের ৪৮ দিন পর  ফলাফল প্রকাশ করা হলো। এবার মোট পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ১ হাজার ৪১৩ জন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৮ হাজার ৬২৩ জন পুরুষ পরীক্ষার্থী এবং ২১ হাজার ৫৯৮ জন মহিলা পরীক্ষার্থী। সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলা।

ফলাফলের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম দশ জনের মধ্যে প্রথম হয়েছে বারাকপুরের হিমাংশু শেখর, দ্বিতীয় শিলিগুড়ির হিমাংশু শেখর, তৃতীয়  সপ্তর্ষি মুখোপাধ্যায়, চতুর্থ  জাহ্নবী শ, পঞ্চম  কৌস্তভ চৌধুরী, ষষ্ঠ সৌম্যপ্রভ দে, সপ্তম  দেবরাজ কর্মকার, অষ্টম অগ্নিধ্র্য দে, নবম অনয় অধিকারী এবং দশম শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। 

প্রথম দশে CBSE বোর্ডের ছাত্রছাত্রী ৬ জন। তবে পাশের হারের দিক থেকে  অনেকটাই এগিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর ছাত্রছাত্রীরা। মোট পরীক্ষার্থীর ৫২.২০ শতাংশই উত্তীর্ণ হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নথিভুক্ত ছাত্র-ছাত্রী। CBSE বোর্ডের ছাত্রছাত্রীদের পাশের হার ২৭.৭৪ শতাংশ। এছাড়া ISC বোর্ডের পরীক্ষার্থীদের পাশের হার ২.৬৮ শতাংশ।  অন্যান্য পাশের হার ১৭.৩৭ শতাংশ।

জানা গেছে, আগস্টের তৃতীয় সপ্তাহে অনলাইন কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।