Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

SBI Life এসবিআই লাইফ ইন্সুইরেন্স এবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে


 

SBI Life # এসবিআই লাইফ ইন্সুইরেন্স এবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে


🟣 মোল্লা জসিমউদ্দিন, হাওড়া 


➡️  বৃহস্পতিবার দুপুরে হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে এক বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হলো। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের পক্ষে জেনারেল ম্যানেজার অরুণ কুমার পাত্র এবং এসবিআই লাইফ ইন্সুইরেন্সের পক্ষে রিজিওনাল ম্যানেজার জয়ন্ত পান্ডে চুক্তি সম্পাদনা করেন। এই সম্পাদনা পর্বে আগাগোড়াই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এর চেয়ারম্যান পার্থপ্রতিম সেন। গ্রামীণ ব্যাঙ্ক এর স্ট্যান্ডিং কাউন্সিল বৈদূর্য ঘোষাল (আইনজীবী - কলকাতা হাইকোর্ট)  জানান -"এই গ্রামীণ ব্যাঙ্কের ৫ টি জেলায় যথা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় ২৩০ টি শাখায় ২৫ লক্ষ গ্রাহক রয়েছেন"। এসবিআই লাইফ ইন্সুইরেন্স এর ২০ জন আধিকারিক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এর শাখা গুলিতে এই লাইফ ইন্সুইরেন্স এর সুযোগসুবিধা নিয়ে গ্রাহকদের উজ্জীবিত করবেন। এসবিআই লাইফ ইন্সুইরেন্স এর রিজিওনাল ম্যানেজার জয়ন্ত পান্ডে জানান -  'এটি আমাদের ১২ তম ব্যাঙ্ক কর্তৃপক্ষ, যাদের সাথে আমরা যুক্ত হলাম।' পাশাপাশি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এর চেয়ারম্যান পার্থপ্রতিম সেন জানান -  "এটি আমাদের তৃতীয়তম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী যাদের সাথে আমরা যুক্ত হলাম "। উভয় কর্তৃপক্ষের আর্থিক পরিকাঠামো এবং ব্যক্তিবর্গের শক্তি মিলিয়ে গ্রাহক পরিষেবা বিশেষত লাইফ ইন্সুইরেন্স নিয়ে যৌথ উদ্যোগ এক অন্যমাত্রা এনে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মারণ ভাইরাস করোনা আবহে লাইফ ইন্সুইরেন্স এর প্রয়োজনীয়তা দিন কে দিন গুরত্ব পাচ্ছে আমজনতার কাছে।