বর্ধমানের কৃষি মজুর পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থানে
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিয়ে শহর বর্ধমানের মুখ উজ্জ্বল করেছে প্রিয়াঙ্কা আদক। বর্ধমান শহরের উপকণ্ঠে সদরঘাট চাষীমানা এলাকায় বাড়ি। এবছর বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে। ওঁর প্রাপ্ত নম্বর ৪৯১। নিম্নবিত্ত পরিবারের মেয়ে প্রিয়াঙ্কার সাফল্যে খুশি এলাকার মানুষজন সহ বিদ্যালয়ের শিক্ষিকারা।
আজ প্রিয়াঙ্কা আদককে সংবর্ধিত করলো সিপিআইএম এর যুব সংগঠন বর্ধমান শহর ২ নং আঞ্চলিক কমিটি।