Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কিশোরী দিবস পালন


 

কিশোরী দিবস পালন 


অতনু হাজরা, জামালপুর : কিশোরীদের বয়ঃসন্ধিকাল অর্থাৎ ১১ থেকে ১৮ বছর বয়সী  কিশোরীদের নিয়ে জামালপুর ব্লকে পঞ্চায়েত সমিতির মিটিং হলে কিশোরী দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানটির আয়োজন করে সিনি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উল্লেখ্য এসএজি কেপি নামে এই প্রকল্পটি কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলছে।

 আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইন চার্জ রাকেশ কুমার সিং,  বিএমওএইচ ডাঃ ঋত্বিক ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম,  জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, সিনি'র ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর দেবারতি কর, ব্লকের সুপারভাইজার রোসমিনা খান সহ অন্যান্য সদস্যারা। মূলত কিশোরী বয়সের মেয়েদের আজ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষা করার সঙ্গে রক্তপরীক্ষা করা হয়। ভারতবর্ষের মেয়েরা বেশিরভাগই রক্তাল্পতায় ভোগে। 

সেই সমস্যা মেটাতেই প্রতি তিনমাস অন্তর  কিশোরী মেয়েদের রক্তের হিমোগ্লোবিনের পরীক্ষা করা হয়। স্কুল ছুট মেয়েদের স্কুলে ভর্তি করানো, তাদের বিভিন্ন সমস্যা শোনা ও সমাধান করেন সিনির সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন রাজ্য সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তাই নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতেই এই ধরনের প্রকল্প বা প্রচেষ্টা। কারণ এই বয়স থেকেই যদি তারা শারীরিক ও মানসিক দিক থেকে শক্ত সামর্থ্য হয় সেই জন্যই এই ধরনের প্রচেষ্টা।