জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনাব্যয়ে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনাব্যয়ে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র


 

জেলা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনাব্যয়ে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পুলিশ সমাজের বন্ধু। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। সামাজিক নানা কর্মসূচির পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্বাক্ষর রাখছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। বুধবার শহর বর্ধমানের উপকন্ঠে বেলকাশ অঞ্চলের ঝিঙ্গুটি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের মহিলা থানার আই সি বনানী রায় এর সহযোগিতায়  এবং বর্ধমান মহিলা থানা ও স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধা'র উদ্যোগে ঝিঙ্গুটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষিকা হিসেবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছেন বর্ধমান মহিলা থানার এএসআই  কৃষ্ণা সাহা।

নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, বর্ধমান সহযোদ্ধা'র সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি ফাল্গুনী দাস রজক, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন, শিক্ষার্থী এবং তাদের অভিভাবক এবং অভিভাবিকারা। 

সম্পূর্ণ বিনাব্যয়ে নৃত্য শিক্ষার সুযোগ পেয়ে তৃষা সোম, জয়িতা রাউত, রাজশ্রী রাউত, অনামিকা চন্দ্র, গৌরি সোম  সহ শিক্ষার্থীদের অভিভাবিকারাও উচ্ছ্বসিত। তারা জানান, গ্রামে কোনও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ছিলনা। এইরকম প্রশিক্ষণ কেন্দ্র পেয়ে তারা খুবই আশান্বিত। কারণ আগামী দিনে তাদের শিশুরা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং সেইসঙ্গে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলা তথা রাজ্যের মুখ উজ্জ্বল করবে।

Post a Comment

0 Comments