মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন ও শিলান্যাসের তালিকা এক ঝলকে
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে সৃজনী হলে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করলেন। ২৯ জুন আয়োজিত বৈঠক থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, অসুবিধা খতিয়ে দেখার সঙ্গে সমাধানের জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন। বিশেষতঃ রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান জেলার কৃষকদের সমস্যা নিরসনে জেলা প্রশাসনকে আরও তৎপর হতে বলেছেন। পাশাপাশি রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক এর বক্তব্যও গুরুত্ব দিয়ে শুনে রাইসমিল শিল্পের উন্নয়নে যথাযত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শুনেছেন সাংবাদিকদের কথাও। কৌশিক চক্রবর্তী সাংবাদিকদের পেনশন স্কীমে আবেদন প্রক্রিয়া চালু করার সঙ্গে পেনশন প্রদানের বিষয়টি তুলে ধরেন। এবং জেলা থেকে প্রকাশিত পত্রিকা গুলোকে সুষ্ঠু ভাবে বিজ্ঞাপন দেবার কথা বলেছেন। বৈঠকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ দুই জেলার সভাধিপতি, সমস্ত বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পৌরপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ রাজ্য ও জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।
এদিন দুর্গাপুরে সৃজনী সভাঘর থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। এক ঝলকে দেখে নিন উদ্বোধন ও শিলান্যাস এর তালিকা।
উদ্বোধন
• নতুন রাস্তা
গলসি-১ ব্লকে নুরকোনা থেকে কোদাইপুর পর্যন্ত রাস্তা, আউশগ্রাম-২ ব্লকে অভিরামপুর থেকে কলাইঝুটি পর্যন্ত রাস্তা, জামালপুর ব্লকে জামালপুর পুল মাথা থেকে দাদপুর রাস্তা, আউশগ্রাম-২ ও গলসি-১ ব্লকের অন্তর্গত এড়াল দক্ষিণ পাড়া থেকে সিমনোড় মোড় মানকড় রেল স্টেশন সংযোগ সহ রাস্তা, মঙ্গলকোট ব্লকে চাকদা মাদ্রাসা থেকে শিউর পর্যন্ত রাস্তা, বর্ধমান-১ ব্লকে গোপালপুর থেকে মিলিকপুর ভায়া জোনারা সীমডাল রাস্তা, কেতুগ্রাম-১ ব্লকে মাসুন্দিমোর থেকে রাজুর পর্যন্ত রাস্তা, গলসি-২ ব্লকে মঙ্গলসীমা থেকে কেটনা জুনিয়র হাইস্কুল পর্যন্ত রাস্তা, বর্ধমান-২ ব্লকে ন্যাশানাল হাইওয়ে-২ (তেঁতুলা মোড়) থেকে আলিয়া গ্রাম হয়ে গাংপুর রেলস্টেশন থেকে বান্ধব ক্লাব পর্যন্ত ও নন্দনকানন ও মোড়াপুকুর অঞ্চলে রাস্তা
• রাস্তার সংস্কার
মেমারি-১ ও জামালপুর ব্লক ও মেমারি পৌরসভার মেমারী-চকদীঘি-তারকেশ্বর রাস্তা, বর্ধমান-১ ব্লকে বর্ধমান কাটোয়া রাস্তা, পূর্বস্থলী-২ ব্লকে বিশ্বরম্ভা থেকে কমলনগর রাস্তা, কালেক্ষাতলা মোড় থেকে গোপীপুর খেয়া ঘাট ভায়া চন্ডীপুর ও পারুলিয়া থেকে উত্তর শ্রীরামপুর রাস্তা, কেতুগ্রাম-১ ব্লকে আমগোড়িয়া থেকে ভান্ডারগড়িয়া রাস্তা, মন্তেশ্বর ব্লকে কুসুমগ্রাম থেকে কামড়া রাস্তা, নসিগ্রাম-মন্তেশ্বর রাস্তা, মঙ্গলকোট ব্লকে শ্যামবাজার থেকে পিন্ডিরা রাস্তা, রায়না-১ ও জামালপুর ব্লকে বাদগাছা থেকে ফতেপুর রাস্তা, ভাতার ও আউসগ্রাম ব্লকে গুসকরা কাশেমনগর রাস্তা, ভাতার ব্লকে বলগোনী-চন্দ্রপুর রাস্তার ও ভাতার সামন্তি রোড থেকে বর্ধমান-কাটোয়া পর্যন্ত রাস্তা, কেতুগ্রাম-২ ব্লকে পাচুন্দি উদ্ধরণপুর রাস্তা, কাটোয়া-২ ব্লকে অগ্রদীপ- দিয়াসিন রাস্তা, মঙ্গলকোট, কেতুগ্রাম-২ ও কাটোয়া-১ ব্লকের অন্তর্গত কাশেমনগর-নতুনহাট-শ্রীখণ্ড রোড থেকে মাজিগ্রাম স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত রাস্তা, মাজিগ্রাম স্বাস্থ্য কেন্দ্র রোড থেকে কাটোয়া-চুরপুনি -বিলেশ্বর-পালিতা রাস্তা ও কাটোয়া-চুরপুনি-বিলেশ্বর-পালিতা রোড, কালনা-১ ও ২ এবং পূর্বস্থলী-১ ও ২ ব্লকে সপ্তগ্রাম-ত্রিবেণী-কালনা-কাটোয়া রাস্তা, মেমারি-১ ব্লকে জি টি রোড ও রসুলপুর পাল্লা রোড, কালনা-১ ব্লকে কালনা-বৈদ্যপুর রাস্তা, মেমারি-২ ব্লকে মাঝেরগ্রাম-মালম্বা রাস্তা এবং জামালপুর ব্লকে জৌগ্রাম-খানপুর রাস্তার সংস্কার
• জল সরবরাহ প্রকল্প
মেমারি-১ ব্লকে ঘোষ, রসুলপুর, নবগ্রাম ও মহেশডাঙ্গা, কালনা-১ ব্লকে ধর্মডাঙ্গা, সুলতানপুর ও গ্রামডিহি, জামালপুর ব্লকে আবুঝাটি, গোপিকান্তপুর, ইটলা, কুলিনগ্রাম, মসাগ্রাম, মহিন্দর, চকসানজাদি, শিপতাই, হিরণ্যগ্রাম ও শুরা, গলসি-২ ব্লকে জয়কৃষ্ণপুর, রায়না-২ ব্লকে কেউটা, কেতুগ্রাম-১ ব্লকে নতুনগ্রাম, আউশগ্রাম-২ ব্লকে পুবার, কেতুগ্রাম-২ ব্লকে উদ্ধরণপুর, খন্ডঘোষ ব্লকে তারাপোশ, বর্ধমান-২ ব্লকে পালসিট, পূর্বস্থলী-২ ব্লকে কৃষ্ণবাটি, কাটোয়া-১ ব্লকে শ্রীখন্ড, কাটোয়া-২ ব্লকে অগ্রদ্বীপ এবং রায়না-১ ব্লকে তিয়েন্ডুল ও রামকৃষ্ণপুর ও তৎসংলগ্ন মৌজায় নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্প
• সেতু ও কালভার্ট
মঙ্গলকোট ব্লকে সীতাহাটি থেকে লাখুরিয়া রোডের খাতিয়ার বাস স্ট্যান্ড থেকে কোটাল ঘোষ পর্যন্ত রাস্তার উপর সেতু, মন্তেশ্বর ব্লকে মাঝেরগ্রাম থেকে গাবরুপুর পর্যন্ত রাস্তার উপর সেতু, কেতুগ্রাম-২ ব্লকে মাসি সাঁকো সেতু, পাচুন্দি-উদ্ধরণপুর রাস্তায় গঙ্গাটিকুড়ি সেতু এবং পাচুন্দি-উদ্ধরণপুর রোড সংলগ্ন সিবলুন সেতুর সংস্কার, কাটোয়া-১ ব্লকে মেটিয়ারি-দেওয়ানগঞ্জ রাস্তার উপর ৫ সেল বক্স কালভার্ট, ভাতার ব্লকে বলগোনা-গুসকারা-মানকড় রাস্তায় কালভার্ট সংস্কার, কেতুগ্রাম-২ ব্লকে মাজিগ্রাম স্বাস্থ্য কেন্দ্র থেকে কাটোয়া চুরপুনি বিলেশ্বর পালিতা রাস্তার উভয় পাশে উপরিতল নিকাশিনালা
● শিক্ষা বিষয়ক প্ৰকল্প
মন্তেশ্বর ব্লকে আকবর নগর, মনাডাঙ্গাপাড়া, কাইগ্রাম পশ্চিম পাড়া, গলাতুন, ইচু, করন্দাস পাড়া, বরুনা, ভদাই, ভেলিয়া, লোহার ও মাল ডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এবং মাল ডাঙ্গা কাদম্বিনী গার্লস স্কুলে ও শুশুনিয়া তারামাতা যোগেন্দ্র হাই স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ, জেলার বিভিন্ন ব্লকের মোট ৩৮টি বিদ্যালয়ে ৪৬টি অতিরিক্ত শ্রেণীকক্ষ
• তাঁত শিল্প
রায়না-১ ব্লকে সেহারা বাজার জরি ও জারদৌসী ক্লাস্টার, পূর্বস্থলী-১ ব্লকে সুতো ব্যাঙ্ক
• পর্যটন
বর্ধমান পুরসভা এলাকায় গোলাপবাগে মেঘনাদ সাহা প্লানেটোরিয়ামে ইকো পার্ক ও ভাতার ব্লকে ওরগ্রাম সমন্বয়ী ইকো পার্কে ৩টি কটেজ, বর্ধমান পুরসভা এলাকায় বীরহাটা সংলগ্ন এলাকায় বাঁকা নদীর সৌন্দর্যায়ন
• অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প
পূর্বস্থলী-২ ব্লকে দুই পাম্পবিশিষ্ট ফায়ার স্টেশন, মন্তেশ্বর ব্লকে মৌসাসাদ ঈদগা, রুইগড়িয়া কবরস্থান, লোহার মুসলিম পাড়া এর সীমানা প্রাচীর, কাটোয়া-১ ব্লকে কৈথান কর্মতীর্থ ও কালনা-২ ব্লকে সিঙ্গেরকোন কর্মতীর্থ, কেতুগ্রাম-১ ও পূর্বস্থলী-২ ব্লকে ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের কার্যালয়, ব্লক প্রাণী চিকিৎসা কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র, ভাতার ব্লকে
শিলান্যাস
• নতুন রাস্তা
পূর্বস্থলী-১ ব্লকে অর্জুনপুকুর পালপাড়া থেকে সাতগরিয়া জামতলা (ভায়া- সাতগরিয়া প্রাইমারী স্কুল) পর্যন্ত ও খরসগ্রাম শিক্ষাকেন্দ্র থেকে ভাগরা দীর্ঘপাড়া (ভায়া খরসগ্রাম মল্লিকপাড়া এবং পশ্চিমপাড়া মসজিদ) পর্যন্ত, গলসি-১ ব্লকে আদরাহাটি থেকে ঢোলামোড় (ভায়া শিড়রাই) পর্যন্ত, খণ্ডঘোষ ব্লকে খন্ডঘোষ থেকে ইন্দাস (মেটেডাঙা থেকে ইন্দাস) পর্যন্ত, মেমারি-২ ব্লকে বিলবাড়ি মোড় থেকে ফরকপুর পর্যন্ত এবং কাটোয়া-১ ব্লকে পাঁচঘড়া গ্রাম থেকে জাজিগ্রাম পর্যন্ত নতুন রাস্তা
• রাস্তার সংস্কার
খণ্ডঘোষ ও রায়না-১ ব্লকে বর্ধমান আরামবাগ রাস্তা, বর্ধমান-১, ভাতার, কাটোয়া-১ ও ২ ব্লকে বর্ধমান কাটোয়া রাস্তা, কাটোয়া-১ ব্লকে করজগ্রাম-বনকাপাসি রোড, কেতুগ্রাম-১ ব্লকে কুমোরপুর-চাকটা সড়ক, মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বর-দাইহাট রোড, মঙ্গলকোট ব্লকে কৈচর-মাথরুন রোড, কেতুগ্রাম-১ ব্লকে কুমোরপুর-চাকটা রোড, ভাতার ব্লকে বলগোনা গুসকারা মানকর সড়ক, রায়না-১ ও ২ ব্লকে রায়না দামুনিয়া রাস্তা, মেমারি-১ ব্লকে পুরাতন জি.টি. রোড, জামালপুর ব্লকে সাহাপুর পর্বতপুর, বর্ধমান-১ ব্লকে লিঙ্ক রোড মির্জাপুর কলিগ্রাম কুসুমগ্রাম নাদনঘাট সমুদ্রগড় থেকে জামার হেলথ সেন্টার এবং জামার হেলথ সেন্টার থেকে জামার কোরার হাটগোবিন্দপুর রোডের এবং পূর্বস্থলী-১ ব্লকে নাদনঘাট থেকে খরসগ্রাম (বাঘাডাঙ্গা সেতু পর্যন্ত) রাস্তার সংস্কার
• জল সরবরাহ প্রকল্প
ভাতার ব্লকে বড়বেলুন, ভাটাকুল-১ ও ২, আউশগ্রাম-২ ব্লকে কোটাচান্দিপুর, গলসি-২ ব্লকে গলসি, আউশগ্রাম-১ ব্লকে দিগনগর, পূর্বস্থলী-২ ব্লকে পাটুলি, মেমারি-২ ব্লকে পাহারহাটি, খণ্ডঘোষ ব্লকে খণ্ডঘোষ ও শানকারি, রায়না-১ ব্লকে শ্যামসুন্দর ও রায়না, মেমারি-১ ব্লকে শশীনাড়া (জোন-৩) এবং তৎসংলগ্ন মৌজায় নলবাহী পানীয় জল সরবরাহ প্রকল্পের উন্নতিকরণ
• স্বাস্থ্য বিষয়ক প্রকল্প
খণ্ডঘোষ ব্লকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কাটোয়া-১ ব্লকে শ্রীখণ্ড ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রায়না-১ ব্লকে মহেশবাটী গ্রামীণ হাসপাতাল, মঙ্গলকোট ব্লকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মন্তেশ্বর ব্লকে গ্রামীণ হাসপাতাল, কেতুগ্রাম-১ ব্লকে রামজীবনপুর গ্রামীণ হাসপাতাল এবং আউশগ্রাম -১ ব্লকে বন নবগ্রাম গ্রামীণ হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড, কাটোয়া মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে ১০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল, মেমারি-১ ব্লকে গ্রামীণ হাসপাতালে এবং পূর্বস্থলী-১ ব্লকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট নতুন কোভিড ওয়ার্ড
• অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প
পূর্বস্থলী-১ ব্লকে নিমতলা বাজার থেকে বিদ্যানগর (জিলা পরিষদ রাস্তা) পর্যন্ত রাস্তার দৃঢ়ীকরণ এবং ৫ টি আর.সি.সি বক্স কালভার্ট, গলসি-১ ব্লকে ক্যানেলের পুনর্গঠন ও ক্যানেলের বেডের দুই পাশ সিমেন্ট ঢালাই, গুসকরা ব্লকে ৩০টি রেপিয়ার পাওয়ারলুম স্থাপন