Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির


 

পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী, ৪ জুন : কোভিড অতিমারি সময়ে একটানা ঘরে বসে এবং নানা রকম দুশ্চিন্তায় অনেকেই অজান্তে নানান রোগ-ব্যাধির শিকার। সেই প্রেক্ষিতে কোভিড পরবর্তী সময়ে সাধারণ মানুষের শরীর স্বাস্থ্য কেমন রয়েছে তার খোঁজ রাখতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়জন করলো কলকাতা পিয়ারলেস হাসপাতাল। সামাজিক দায়বদ্ধতা ও সমাজকল্যানমূলক উদ্দেশ্যে কলকাতা পিয়ারলেস হাসপাতাল শহর বর্ধমানের একটি অনুষ্ঠান বাড়িতে একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে।

শনিবারের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সকাল থেকে বিকেল পর্যন্ত ১৫০ জনেরও বেশী মানুষ বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড প্রেসার, ওয়েট, পিএফটি, চক্ষু পরীক্ষা, ডায়েট কনসালটেশন করেন। পাশাপাশি পিয়ারলেস হাসপাতালের অস্থিরোগ ও হৃদরোগ বিশেষজ্ঞরা উপস্থিত থেকে রোগি ও সাধারণ মানুষদের  মূল্যবান পরামর্শ দেন । অনুষ্ঠানের অন্যতম সহযোগী উদ্যোক্তা ছিলেন অলোক ব্যানার্জী। 

এছাড়া সমগ্র অনুষ্ঠানটির মানবকল্যান ও সামাজিক প্রেক্ষাপটটি রূপান্তরিত হয় পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজার সপ্তর্ষি ঘোষের আন্তরিক প্রচেষ্টায়। সপ্তর্ষি বাবু জানান, সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় সামাজিক কল্যানে মানুষের জন্য পরিষেবা দিয়ে থাকেন তাঁরা। বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও জনসচেতনতায় অংশগ্রহন করাও তাদের অন্যতম কাজ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন বর্ধমানের মানুষজন।