মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বর্ধমানে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বর্ধমানে


 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বর্ধমানে 


জগন্নাথ ভৌমিক, বর্ধমান :  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৭ জুন বর্ধমানে আসছেন। এই বার্তা জেলায় আসতেই প্রশাসনিক এবং তৃণমূল কংগ্রেসের দলীয় স্তরে তোড়জোড় শুরু হয়েছে। ওইদিন পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রী দুটি সভা করবেন বলে জানা গেছে। প্রথম সভাটি হবে বর্ধমানের মাটি তীর্থ কৃষি কথা প্রাঙ্গণে। সেখানে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সংবর্ধনা প্রদানের সঙ্গে কয়েক হাজার কৃষকের জন্য পরিষেবাও প্রদান করবেন। এছাড়া স্পন্দন স্টেডিয়ামে আরও একটি সভা হবে। এখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা করবেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমানে আগমনের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায়  বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে একটি জরুরি বৈঠক হয়। পূর্ব বর্ধমান জেলার দলীয় কর্তাব্যক্তিদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী মলয় ঘটক।  

উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথ,  পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধাড়া, জেলার যুব তৃণমূলের সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল  সহ জেলার অন্যান্য বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ব্লক সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। 


Post a Comment

0 Comments