Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা শিবির


 

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা শিবির 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ৪ জুন জামালপুরের কৃষ্ণচন্দ্র পুর ও জামালপুর দোলোরডাঙা এই দুই জায়গায় এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এটি একটি কেন্দ্রীয় সরকারের স্কিম। এই স্কিমটির জন্য পশ্চিমবঙ্গের একটি কলেজকে সিলেক্ট করা হয় সেটি এম সি কে ভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং লিলুয়া। এর কো অর্ডিনেটর হলেন ওই কলেজেরই অধ্যাপক ড. ব্রজেন্দ্রনাথ দে। স্কিমটি হলো উন্নত ভারত অভিযান যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের। এই স্কিমটিতে জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রামকে বেছে নেওয়া হয়। তার মধ্যে দুটি জায়গায় এই সচেতনতা শিবির করা হয়। মূলত গ্রাম্য এলাকায় গত দু'দিনের যে সমস্ত বর্জ্য সেগুলিকে পৃথক করণ করা এবং তার থেকে পুনর্ব্যবহার করার জন্য বিভিন্ন জিনিস তৈরি করা। যেমন পলিথিন থেকে  চেকার স্টাইলস, মাটিগুলো থেকে জৈব সার ইত্যাদি। 

আজ এই সচেতনতা শিবির করার জন্য এম সি কে ভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা জামালপুরে এসে মানুষকে সচেতন করেন তার পাশাপাশি বিভিন্ন বক্তব্য এবং সচেতনতা মূলক কিছু ছোট পথনাটিকা মঞ্চস্থ করেন তাঁরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান,  জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত,  জামালপুর থানার সেকেন্ড অফিসার রতন দাস, জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান  ডলি নন্দী, উপপ্রধান শাহাবউদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। যদি এই স্কিম টি ঠিকঠাকভাবে রূপায়ণ করা যায় তাহলে গ্রামবাংলায় বর্জ্য ব্যবস্থাপনায় একটি বিপ্লব ঘটে যাবে। এবং সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী ব্রজেন্দ্রনাথ বাবু।