Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহা সমারোহে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন


 

মহা সমারোহে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন 


অতনু হাজরা, বেরুগ্রাম : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম হলো লোকনাথ বাবার পূর্ব জীবনের জন্মস্থান। তখন তিনি সীতানাথ নামে পরিচিত ছিলেন। কথিত আছে বাবা লোকনাথ স্বয়ং এসেছিলেন এখানে। সেই তাঁর জন্মভিটের  কাছেই তৈরি হয়েছে ত্রিকাল যোগী বাবা লোকনাথের মন্দির। এই তিরোধান দিবসে বেরুগ্রাম বাবার মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়। 

মানব কল্যাণে করা হয় হোম যজ্ঞ। হাজার হাজার ভক্ত সমাগম হয় এই পুজোকে কেন্দ্র করে। ভক্তদের খাওয়ানো হয় বাবার ভোগ প্রসাদ। পুরো মন্দির প্রাঙ্গণে বসে মেলা। প্রত্যেকের বাড়িতে প্রচুর আত্মীয় সমাগম হয়। আজ এই মন্দির প্রাঙ্গণেই স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যার নামও 'সংগঠন ' তারা আগত ভক্তদের জন্য ঠান্ডা পানীয় জল, গ্লুকোজ, ও আর এস, বাতাসা সহযোগে জলসত্রের ব্যবস্থা করে। 

এই বিশেষ পুজো দেখতে সেখানে হাজির হন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি। তিনি মন্দিরে গিয়ে পুজো দেন ও সকলের সাথে বাবার ভোগ প্রসাদ খান। ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার তিনিও এই বিশেষ তিথিতে পুজো পরিদর্শন করতে সেখানে যান। দামোদরের তীরে এই পুণ্যভূমি আগামীতে  তীর্থক্ষেত্র হয়ে উঠবে সেটা ভক্ত সমাগম দেখে বোঝাই যাচ্ছে।