Scrooling

নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২১ জুলাই বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও তাক লাগালো কাটোয়ার অভীক দাস 

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও তাক লাগালো কাটোয়ার অভীক দাস


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও রাজ্যের সেরা দশের তালিকায় স্থান করে নিয়ে নজির গড়লো কাটোয়ার অভীক দাস। ২০২০ সালে মাধ্যমিকের প্রথম স্থানাধিকারি উচ্চ মাধ্যমিক পরীক্ষারয় যেখানে ১৬ তম স্থানে। সেখানে বিরল থেকে বিরলতম নজির গড়লেন পূর্ব বর্ধমানের অভীক দাস। ২০২০ সালের মাধ্যমিকেও দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন অভীক। 

এবছর কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট থেকে অভীক  উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে রাজ্যের মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। অভীকের এই অসামান্য সাফল্যে খুশি কাটোয়াবাসী। কৃতি ছাত্র অভীক ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন।