বিশ্ব পরিবেশ দিবস পালন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিশ্ব পরিবেশ দিবস পালন

 


বিশ্ব পরিবেশ দিবস পালন 


অতনু হাজরা, জামালপুর : আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবী জুড়ে পরিবেশ রক্ষায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দিকে দিকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল একটু অন্য রকম ভাবে এই দিনটি পালন করলেন এলাকার কিশোরীদের হাতে বিভিন্ন ফলের গাছ তুলে দেন তিনি। এই গাছ যেমন একদিকে ফল দিলে সেই ফল খাদ্য হিসাবে গ্রহণ করা যাবে অপরদিকে পরিবেশে অক্সিজেনের যোগান দিয়ে পরিবেশকে দূষণ মুক্ত করবে।

এছাড়া জামালপুরের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন আকাশ, ইচ্ছে ও সংগঠন তাঁরাও এই পরিবেশ দিবসকে সামনে রেখে নানা অনুষ্ঠান করে। জামালপুর হাসপাতাল ছাড়াও বিভিন্ন স্কুল ও নানা জায়গায় বৃক্ষ রোপণ করে।

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজ বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত'র সহযোগিতায়, হাটগোবিন্দপুর এম সি হাই স্কুল এবং হাটগোবিন্দপুর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন প্রায় ৫০টি বৃক্ষচারা স্কুল এবং কলেজের বিভিন্ন প্রান্তে রোপন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সভাপতি অর্ণব দত্ত সহ অন্যান্যরা।

Post a Comment

0 Comments