Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিশ্ব পরিবেশ দিবস পালন

 


বিশ্ব পরিবেশ দিবস পালন 


অতনু হাজরা, জামালপুর : আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবী জুড়ে পরিবেশ রক্ষায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দিকে দিকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল একটু অন্য রকম ভাবে এই দিনটি পালন করলেন এলাকার কিশোরীদের হাতে বিভিন্ন ফলের গাছ তুলে দেন তিনি। এই গাছ যেমন একদিকে ফল দিলে সেই ফল খাদ্য হিসাবে গ্রহণ করা যাবে অপরদিকে পরিবেশে অক্সিজেনের যোগান দিয়ে পরিবেশকে দূষণ মুক্ত করবে।

এছাড়া জামালপুরের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন আকাশ, ইচ্ছে ও সংগঠন তাঁরাও এই পরিবেশ দিবসকে সামনে রেখে নানা অনুষ্ঠান করে। জামালপুর হাসপাতাল ছাড়াও বিভিন্ন স্কুল ও নানা জায়গায় বৃক্ষ রোপণ করে।

বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজ বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত'র সহযোগিতায়, হাটগোবিন্দপুর এম সি হাই স্কুল এবং হাটগোবিন্দপুর কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন প্রায় ৫০টি বৃক্ষচারা স্কুল এবং কলেজের বিভিন্ন প্রান্তে রোপন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সভাপতি অর্ণব দত্ত সহ অন্যান্যরা।