খ
কৃতী ছাত্রী সম্বর্ধনা
অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লকের পক্ষ থেকে মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আজ ব্লকের দ্বিতীয় সেরা নম্বর প্রাপ্ত ছাত্রী (৬৮০) অনন্যা দাস কে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা জানাতে অনন্যার বাড়িতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, চকদিঘি অঞ্চলের নেতা আজাদ রহমান, যুব নেতা শঙ্কর মাঝি সহ অন্যান্যরা। অনন্যা শুঁড়ে কালীতলা স্কুলের ছাত্রী। হরগোবিন্দপুরের বাসিন্দা পার্থ দাসের কন্যা।
মেহেমুদ খান বলেন এই ছাত্রীরা ব্লকের তথা রাজ্যের দেশের গর্ব। তিনি তাদের আগামী দিনের সাফল্যও কামনা করেন। একই ভাবে জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝিও কৃতী ছাত্র ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের সম্বর্ধনা দিচ্ছেন ও আগামী জীবনে সফলতা কামনা করছেন।