মাধ্যমিক : গ্রামের স্কুলগুলোতে ভালো ফলাফলে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানে এবারে মাধ্যমিকে নজরকাড়া ফল হয়েছে। সি এম এস স্কুলের ছাত্র রৌনক যুগ্মভাবে রাজ্যে প্রথম হয়েছে। এছাড়াও পঞ্চম, ষষ্ঠ, নবম ও দশম স্থানাধিকারিও রয়েছে অন্যান্য স্কুলে। শহরের পাশাপাশি গ্রামের স্কুল গুলোতেও ভালো ফলাফলে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা। জামালপুর ব্লকেও এবারে মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট ভালো ফল হয়েছে। ব্লকে ৬৮১ নাম্বার পেয়ে প্রথম হয়েছে কালনা কাঁশরা হাই স্কুলের ছাত্র অরিত্র মাইতি। ৬৮০ নম্বর পেয়ে ব্লকের দ্বিতীয় স্থানে শুঁড়ে কালীতলা স্কুলের ছাত্রী অনন্যা দাস ও তৃতীয় হয়েছে চকদীঘি হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ দে তার প্রাপ্ত নম্বর ৬৭৭। এছাড়াও ঝাপানডাঙ্গা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ৬৭৩, জৌগ্রাম হাই স্কুলের ছাত্র সন্দীপন চ্যাটার্জী (৬৬৪), পর্বতপুর হাই স্কুলের শুভ্রনীল কুমার (৬৬১), নবগ্রাম ময়না পুলিনবিহারী হাই স্কুলের সৌমিত্র মন্ডল (৬৫৪) ও রমা ঘোষ (৬৫৩), দত্তপাড়া ভুবনেশ্বরী বিদ্যালয়ের সৌরিন ঘোষ (৬৫৩), নবগ্রাম ময়না পুলিনবিহারী হাইস্কুলের অলিভিয়া কুন্ডু (৬৫১), ঝাপানডাঙ্গা পরেশনাথ বিদ্যামন্দির এর রীতম ঘোষ (৬৫০), জামালপুর হাই স্কুলে শুভদীপ কুণ্ডু (৬৪৮), অমরপুর হাইস্কুলের অর্ণব (৬৪৫), পাচরা হাই স্কুলের কাজল হক (৬৪২), সোনার গড়িয়া বিবেকানন্দ বিদ্যামন্দিরের সায়ন সাঁতরা (৬৩৪), বনবিবিতলা হাই স্কুলের ছাত্রী অনিন্দিতা দে (৬২৬), সাদীপুর হাই স্কুলের সুমন ব্যানার্জী (৬১৮) এঁরা ছাড়াও অনেক স্কুলেই ৬০০ বা তার বেশি নম্বর পেয়েছে অনেকে। মারণ ক্যান্সার রোগ নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে বনবিবিতলা হাই স্কুলের ছাত্রী সামিনা খাতুন। এলাকার বিধায়ক অলক কুমার মাঝি তার বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানিয়ে এসেছেন।