চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

১ লক্ষ ২৫ হাজার পিস চারা মাছ বিলি


১ লক্ষ ২৫ হাজার পিস চারা মাছ বিলি 

অতনু হাজরা, জামালপুর : মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় ব্লকের ১২৫ জন উপভোক্তাদের হাতে ১০০০ পিস করে চারা মাছ ও ২০ কেজি করে চুন তুলে দেওয়া হলো। মূলত ১০০ দিনের কাজে যে পুকুর গুলো কাটানো হয়েছিল তাদেরই এই মাছ দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, মৎস্য কর্মধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। বিডিও সকল উপভোক্তাদের বলেন, এই মাছ সকলে যেন সঠিক ভাবে চাষ করেন তবেই সরকারের উদ্দেশ্য সফল হবে। মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কতগুলি প্রকল্প করেছেন তার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এই মাছ চাষ করে পরিবারগুলি কিছু অর্থের মুখ দেখবে। তিনিও সকলকে বলেন নির্দিষ্ট নিয়ম মেনে যেন সকলে এই মাছ লালন পালন করে তোলেন।