Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪৫ জন


 

রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪৫ জন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৭৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে সব মহলে। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫ জন, ২৪ ঘন্টা অতিক্রম করে বৃহস্পতিবার সেই সংখ্যা এক লাফে ৭৪৫ জন।গত ২৪ ঘন্টায় রাজ্যে ১৭১ জন করোনা মুক্ত হয়েছেন। তবে আক্রান্তের নিরিখে উদ্বেগের জায়গায় রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা। পরিস্থিতির প্রেক্ষিতে স্কুল পড়ুয়াদের অভিভাবকরা আশংকিত। ২৭ জুন স্কুল খুলছে। ইতিমধ্যেই অনেক স্কুল পরীক্ষার সূচি জানিয়ে দিয়েছে। ৬ জুলাই পরীক্ষা শেষ হবে। এরপর ফের স্কুল বন্ধ হয়ে যাবে না তো ? জানা গেছে, স্বাস্থ্য দপ্তরের কর্তারা করোনা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছেন।