পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেল র‌্যালি

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেল র‌্যালি


 

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেল র‌্যালি 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ ৫ জুন ৫০ তম বিশ্ব পরিবেশ দিবস।  স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াসের পক্ষ থেকে আজ সকালে তেলিপুকুর থেকে কার্জন গেট হয়ে কল্পতরু মাঠ পর্যন্ত একটি সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। ৫০ জন সাইকেলিস্ট  হাতে পরিবেশ রক্ষা বিষয়ক প্লাকার্ড নিয়ে এই র‌্যালিতে অংশ গ্রহণ করে।

এছাড়াও পথচলতি মানুষদের সচেতন করতে ও পরিবেশ রক্ষার কর্তব্য বিষয়ক লিফলেট বিলি করা হয়। সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা, সদস্য অর্ণব হালদার, বাপী চৌধুরী, রনজিৎ চৌধুরী এঁরাও সাইকেল চালিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন। 

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান,  র‌্যালি শেষে কল্পতরু মাঠে বেশ কিছু বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ দিবসের এই র‌্যালি নিয়ে সংস্থার সদস্য সহ  অন্যান্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Post a Comment

0 Comments