নিখোঁজ কিশোরীকে রেল স্টেশন থেকে উদ্ধার করলো পুলিশ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নিখোঁজ কিশোরীকে রেল স্টেশন থেকে উদ্ধার করলো পুলিশ


 

নিখোঁজ কিশোরীকে রেল স্টেশন থেকে উদ্ধার করলো পুলিশ


কাজল মিত্র, আসানসোল :  আসানসোলের রেল স্টেশন থেকে উদ্ধার কিশোরী। গভীর রাতে পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে তুলে দেওয়া হলো বাবা মায়ের হাতে। জানা যায় রূপনারায়ানপুর ফাঁড়ির এলাকার এক ফ্ল্যাট থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় রূপনারায়ানপুর ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।খবর দেওয়া হয় সমস্ত থানা, রেল পুলিশ ও আরপিএফ-কে। পরে পুলিশ জানতে পারে কিশোরী আসানসোল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে বসে রয়েছে। রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা এ.এস.আই রঞ্জিত সরকার কে পুলিশের দলবল নিয়ে স্টেশনে পাঠায়। পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে।এবং পরিবারের সদস্যদের দ্বারা শনাক্ত করে আইনি প্রক্রিয়া করে কিশোরীকে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটির সহযোগিতায় কিশোরীর মা ও বাবার হাতে তুলে দেওয়া হয়।  সূত্রে জানা যায় নিখোঁজ কিশোরী তার ভালোবাসার পাত্রের সঙ্গে মুম্বাই যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুক করে ছিল।‌পুলিশ ওই পাত্রের খোঁজ না পেলেও জানা যায় ওই পাত্র চিত্তরঞ্জন থেকে ট্রেন ধরে আসানসোল আসতো ও তারা এক সঙ্গে মুম্বাইয়ের দিকে রওনা দিতো। নিখোঁজ কিশোরীকে ফেরত পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

Post a Comment

0 Comments