Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিখোঁজ কিশোরীকে রেল স্টেশন থেকে উদ্ধার করলো পুলিশ


 

নিখোঁজ কিশোরীকে রেল স্টেশন থেকে উদ্ধার করলো পুলিশ


কাজল মিত্র, আসানসোল :  আসানসোলের রেল স্টেশন থেকে উদ্ধার কিশোরী। গভীর রাতে পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে তুলে দেওয়া হলো বাবা মায়ের হাতে। জানা যায় রূপনারায়ানপুর ফাঁড়ির এলাকার এক ফ্ল্যাট থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় রূপনারায়ানপুর ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।খবর দেওয়া হয় সমস্ত থানা, রেল পুলিশ ও আরপিএফ-কে। পরে পুলিশ জানতে পারে কিশোরী আসানসোল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে বসে রয়েছে। রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা এ.এস.আই রঞ্জিত সরকার কে পুলিশের দলবল নিয়ে স্টেশনে পাঠায়। পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে।এবং পরিবারের সদস্যদের দ্বারা শনাক্ত করে আইনি প্রক্রিয়া করে কিশোরীকে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটির সহযোগিতায় কিশোরীর মা ও বাবার হাতে তুলে দেওয়া হয়।  সূত্রে জানা যায় নিখোঁজ কিশোরী তার ভালোবাসার পাত্রের সঙ্গে মুম্বাই যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুক করে ছিল।‌পুলিশ ওই পাত্রের খোঁজ না পেলেও জানা যায় ওই পাত্র চিত্তরঞ্জন থেকে ট্রেন ধরে আসানসোল আসতো ও তারা এক সঙ্গে মুম্বাইয়ের দিকে রওনা দিতো। নিখোঁজ কিশোরীকে ফেরত পেয়ে খুশি পরিবারের সদস্যরা। পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।