রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া পূর্ব বর্ধমানের ১৩ জন কৃতিকে সম্বর্ধনা দিলেন জেলা পুলিশ সুপার
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া পূর্ব বর্ধমান জেলার ১৩ জন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিলেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। উল্লেখ্য মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে যুগ্ম ভাবে প্রথম হয়েছে বর্ধমানের রৌণক মন্ডল। শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মেধা তালিকায় স্থান পাওয়া ১৩ জনের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেওয়ার সঙ্গে সকলকে সম্বর্ধিত করেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী।
শনিবার পুলিশ সুপার সম্বর্ধনা দেন রাজ্যে যুগ্ম প্রথম : রৌণক মণ্ডল ৬৯৩, সিএমএস হাই স্কুল। পঞ্চম : সামিমা ইয়াসমিন ৬৮৯, বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। ষষ্ঠ : শ্রীজিতা গোস্বামী ৬৮৮, মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। নবম : অঙ্কুর ঘোষ ৬৮৫, মিউনিসিপাল হাই স্কুল। নবম : শৌণক দে ৬৮৫, টাউন স্কুল। নবম : সুরথ ঘোষ ৬৮৫, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন। নবম : পায়েল দাস ৬৮৫, রাইপুর কাশিয়ারা মহীপাল এস দেবী স্মৃতি বালিকা বিদ্যানিকেতন। নবম : মৌদীপ ঘোষ ৬৮৫, আলমপুর হরিমোহন হাই স্কুল। দশম : শৌণক ব্যানার্জী ৬৮৪, সিএমএস হাই স্কুল। দশম : এস কে আজাদ ৬৮৪, বুজরুখদীঘি হাই স্কুল। দশম : অঙ্কন ঘোষ ৬৮৪, কালনা অম্বিকা মহিষমর্দিনী হাই স্কুল। দশম : নিলাদ্রী মন্ডল ৬৮৪, সোন্দালপুর বৃন্দা দেবী বিদ্যামন্দির। দশম : সোহম কোনার ৬৮৪, মন্তশ্বর সাগরবালা হাই স্কুল।
জেলা পুলিশ সুপারের সম্বর্ধনা পেয়ে আপ্লুত উপস্থিত ছাত্র ছাত্রী সহ তাদের অভিভাবকরা।