Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলার দুই প্রথম স্থানাধিকারিকে সম্বর্ধনা


 

জেলার দুই প্রথম স্থানাধিকারিকে সম্বর্ধনা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জেলার দুই প্রথম স্থানাধিকারিকে সম্বর্ধনা জানালো তাদের শৈশবের বিদ্যালয়। ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল অরিত্র পাল ও সপ্তম স্থানাধিকারী সৌভিক সরকার এবং ২০২২ বর্ষে প্রথম স্থানাধিকারী রৌণক মন্ডল ও পঞ্চম স্থানাধিকারী সামিয়া ইয়াসমিনকে বর্ধমান সিএমএস স্কুল কেজি সেকশন থেকে আজ সংবর্ধনা দেওয়া হয়। এরা প্রত্যেকেই সি এম এস স্কুল কেজি সেকশনের ছাত্র-ছাত্রী। আজকের অনুষ্ঠানে রৌণক মন্ডল এবং অরিত্র পাল উপস্থিত ছিল। 

সৌভিক সরকার রাজস্থানের কোটাতে থাকায় আসতে পারেনি, সামিয়া ইয়াসমিনের বাবা এসেছিলেন।  অতিথিদের মধ্যে ছিলেন বর্ধমান রাজ কলেজ এর অধ্যক্ষ ডঃ নিরঞ্জন মন্ডল, বর্ধমান সিএমএস হাই স্কুলের প্রধান শিক্ষক মিন্টু রায়, অধ্যাপক ডঃ সৌরবধি ভট্টাচার্য, বর্ধমান সি এম এস স্কুলের কেজি বিভাগের প্রধান শিক্ষক পুলকেশ চৌধুরী, বিদ্যালয়ের সহ সভাপতি অমিত রায় প্রমুখ। উপস্থিত ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকারা।

 একই ফ্রেমে দুই বছরের দু'জন প্রথম স্থানাধিকারী ছাত্রকে পেয়ে বিদ্যালয়ের সকলেই আপ্লুত। অতিথিরা সকলেই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করেন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের দুই প্রাক্তনীকে দেখে লেখাপড়ায় উৎসাহ পাবে এটা তাদের প্রত্যাশা।