Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা অদিশা দেবশর্মা, দশের মেধা তালিকায় ২৭২ জন


 

উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা অদিশা দেবশর্মা, দশের মেধা তালিকায় ২৭২ জন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলন করে প্রথম দশজনের মেধা তালিকা প্রকাশ করেছে। প্রথম দশে স্থান পেয়েছেন মোট ২৭২জন। 

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ স্থানে সাতজন। চতুর্থ হয়েছেন সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্দা, অর্পিতা মণ্ডল, অনুষ্কা ভট্টাচার্য, তিতলি বন্দ্যোপাধ্যায়, আনন্দরূপা মুখোপাধ্যায় ও নীতিশ কুমার হালদার। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে রয়েছে ১১ জন। পঞ্চম স্থানাধিকারিরা হলেন চন্দ্র মণ্ডল, দেবাঙ্ক সাহা, সায়ন্তিকা ভুঁইয়া, সানা দাস, কোয়েল চক্রবর্তী, দিশা সূত্রধর, সোমনাথ পাল, প্রভাত দত্ত, কে এইচ মুসাইফ নওয়াজ, অদিতি সাহানা, মিষ্টু পাত্র। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। 

এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৬ জন। পরীক্ষা দিয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। মোট পাশের হার - ৮৫.৫৯%। এবছর পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো সংসদ।