উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা অদিশা দেবশর্মা, দশের মেধা তালিকায় ২৭২ জন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা অদিশা দেবশর্মা, দশের মেধা তালিকায় ২৭২ জন


 

উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা অদিশা দেবশর্মা, দশের মেধা তালিকায় ২৭২ জন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলন করে প্রথম দশজনের মেধা তালিকা প্রকাশ করেছে। প্রথম দশে স্থান পেয়েছেন মোট ২৭২জন। 

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ স্থানে সাতজন। চতুর্থ হয়েছেন সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্দা, অর্পিতা মণ্ডল, অনুষ্কা ভট্টাচার্য, তিতলি বন্দ্যোপাধ্যায়, আনন্দরূপা মুখোপাধ্যায় ও নীতিশ কুমার হালদার। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে রয়েছে ১১ জন। পঞ্চম স্থানাধিকারিরা হলেন চন্দ্র মণ্ডল, দেবাঙ্ক সাহা, সায়ন্তিকা ভুঁইয়া, সানা দাস, কোয়েল চক্রবর্তী, দিশা সূত্রধর, সোমনাথ পাল, প্রভাত দত্ত, কে এইচ মুসাইফ নওয়াজ, অদিতি সাহানা, মিষ্টু পাত্র। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। 

এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৬ জন। পরীক্ষা দিয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। মোট পাশের হার - ৮৫.৫৯%। এবছর পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো সংসদ।

Post a Comment

0 Comments