Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা অদিশা দেবশর্মা, দশের মেধা তালিকায় ২৭২ জন


 

উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা অদিশা দেবশর্মা, দশের মেধা তালিকায় ২৭২ জন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রকাশিত হয়েছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ সাংবাদিক সম্মেলন করে প্রথম দশজনের মেধা তালিকা প্রকাশ করেছে। প্রথম দশে স্থান পেয়েছেন মোট ২৭২জন। 

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ স্থানে সাতজন। চতুর্থ হয়েছেন সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্দা, অর্পিতা মণ্ডল, অনুষ্কা ভট্টাচার্য, তিতলি বন্দ্যোপাধ্যায়, আনন্দরূপা মুখোপাধ্যায় ও নীতিশ কুমার হালদার। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। পঞ্চম স্থানে রয়েছে ১১ জন। পঞ্চম স্থানাধিকারিরা হলেন চন্দ্র মণ্ডল, দেবাঙ্ক সাহা, সায়ন্তিকা ভুঁইয়া, সানা দাস, কোয়েল চক্রবর্তী, দিশা সূত্রধর, সোমনাথ পাল, প্রভাত দত্ত, কে এইচ মুসাইফ নওয়াজ, অদিতি সাহানা, মিষ্টু পাত্র। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। 

এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৬ জন। পরীক্ষা দিয়েছে ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। মোট পাশের হার - ৮৫.৫৯%। এবছর পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো সংসদ।