Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'আর্চির গ্যালারি' রিলিজের অপেক্ষায়


 

'আর্চির গ্যালারি' রিলিজের অপেক্ষায়



🟣  মোল্লা জসিমউদ্দিন, কলকাতা



➡️  নতুন ছবিতে জুটি বেঁধেছে বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার। ছবির নাম 'আর্চি'র গ্যালারি।  ছবির শ্যুটিং প্রায় শেষ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক প্রমিতা ভট্টাচার্য। কলকাতা শহরে চলছে ছবির শ্যুটিং। 

ছবিতে ফুটে উঠবে একটি ছেলের গল্প। তার নাম আর্চি, যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার। আমাদের জীবনের এমন অনেক মূহুর্ত থাকে যেগুলো ফ্রেম বন্দী করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়। এই ছেলেটি এমনিই কিছু ছবি মনে রেখে দেয়। যার ছোটো বেলায় মা মারা যায়। বড়ো হয় বাবা ও মাসির কাছে। এই ছবিতে আয়ুষী তালুকদার কে দেখা যাবে একজন কর্পোরেট অফিসে চাকরি করতে। ছবিতে আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। যিনি ছবিতে বনি সেনগুপ্ত-র বাবার চরিত্রে অভিনয় করছেন। 'আর্চি'র গ্যালারি' ছবিটি মুক্তি পাবে এস.সি. এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।