উপস্বাস্থ্য কেন্দ্র থেকে পুষ্টিকর খাবার বিতরণ
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পাঁচড়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ১৬২ জন শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য হিসাবে একটি হরলিক্সের প্যাকেট, সয়াবিন ও দুপ্যাকেট হরলিক্স বিস্কুট তুলে দেওয়া হয়।
এগুলো মায়েদের ও বাচ্চাদের হাতে তুলে দেন পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, কৃষি সঞ্চালক জয়দেব দাস, শিক্ষক সৌমেন ভট্টাচার্য্য, এ এন এম মন্দিরা গাঙ্গুলি ও আশা কর্মীরা।
0 Comments