Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিদ্রোহী কবির জন্মদিনে পুষ্পার্ঘ্য


 

বিদ্রোহী কবির জন্মদিনে পুষ্পার্ঘ্য 


🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী 


বিদ্রোহী কবি নজরুল তুমি

গেয়েছিলে সেই গান

শেকল ভাঙার স্বপ্নে বিভোর

হয়েছিল সব প্রাণ।

তুমি চাওনি জাতি ভেদ প্রথা

ভাইয়ে ভাইয়ে হোক যুদ্ধ,

ঐক্যতানই রুখে দিতে পারে

ধৰ্মান্ধতার পথ রুদ্ধ !

তুমি গেয়েছিলে সাম্যের গান

পুরুষ কিংবা নারী,

সৃষ্টিতে সবাই সমান সমান

কেউ নয় ভারে ভারী।

তুমি ছিলে ভারত মাতার

অমৃতের সন্তান,

"একই বৃন্তে দুটি কুসুম

হিন্দু মুসলমান"।

নব জাগরণ, নব উত্থান 

নিপীড়িত গাও গান,

ফরিয়াদে  ছিল কত অভিমান

শোনেনি তো ভগবান !

বড় অভিমানী তুমি ছিলে কবি

গেয়ে গেছ যত গান,

তোমায় আমরা ভুলতে পারি না

দুর্জয় অম্লান।

তোমার আসন আজও খালি কবি

হৃদয় বীণার মাঝে,

রুদ্র বীণার ঝংকার শুনে

তোমার চরণ পাশে।

ক্ষমা কর কবি, হাত জোড় করি

নাও এক মুঠো ফুল,

তোমায় আজ প্রণাম করিতে

যদি করি কোন ভুল।