Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্রোহী কবির জন্মদিনে পুষ্পার্ঘ্য


 

বিদ্রোহী কবির জন্মদিনে পুষ্পার্ঘ্য 


🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী 


বিদ্রোহী কবি নজরুল তুমি

গেয়েছিলে সেই গান

শেকল ভাঙার স্বপ্নে বিভোর

হয়েছিল সব প্রাণ।

তুমি চাওনি জাতি ভেদ প্রথা

ভাইয়ে ভাইয়ে হোক যুদ্ধ,

ঐক্যতানই রুখে দিতে পারে

ধৰ্মান্ধতার পথ রুদ্ধ !

তুমি গেয়েছিলে সাম্যের গান

পুরুষ কিংবা নারী,

সৃষ্টিতে সবাই সমান সমান

কেউ নয় ভারে ভারী।

তুমি ছিলে ভারত মাতার

অমৃতের সন্তান,

"একই বৃন্তে দুটি কুসুম

হিন্দু মুসলমান"।

নব জাগরণ, নব উত্থান 

নিপীড়িত গাও গান,

ফরিয়াদে  ছিল কত অভিমান

শোনেনি তো ভগবান !

বড় অভিমানী তুমি ছিলে কবি

গেয়ে গেছ যত গান,

তোমায় আমরা ভুলতে পারি না

দুর্জয় অম্লান।

তোমার আসন আজও খালি কবি

হৃদয় বীণার মাঝে,

রুদ্র বীণার ঝংকার শুনে

তোমার চরণ পাশে।

ক্ষমা কর কবি, হাত জোড় করি

নাও এক মুঠো ফুল,

তোমায় আজ প্রণাম করিতে

যদি করি কোন ভুল।