চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

বিদ্রোহী কবির জন্মদিনে পুষ্পার্ঘ্য


 

বিদ্রোহী কবির জন্মদিনে পুষ্পার্ঘ্য 


🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী 


বিদ্রোহী কবি নজরুল তুমি

গেয়েছিলে সেই গান

শেকল ভাঙার স্বপ্নে বিভোর

হয়েছিল সব প্রাণ।

তুমি চাওনি জাতি ভেদ প্রথা

ভাইয়ে ভাইয়ে হোক যুদ্ধ,

ঐক্যতানই রুখে দিতে পারে

ধৰ্মান্ধতার পথ রুদ্ধ !

তুমি গেয়েছিলে সাম্যের গান

পুরুষ কিংবা নারী,

সৃষ্টিতে সবাই সমান সমান

কেউ নয় ভারে ভারী।

তুমি ছিলে ভারত মাতার

অমৃতের সন্তান,

"একই বৃন্তে দুটি কুসুম

হিন্দু মুসলমান"।

নব জাগরণ, নব উত্থান 

নিপীড়িত গাও গান,

ফরিয়াদে  ছিল কত অভিমান

শোনেনি তো ভগবান !

বড় অভিমানী তুমি ছিলে কবি

গেয়ে গেছ যত গান,

তোমায় আমরা ভুলতে পারি না

দুর্জয় অম্লান।

তোমার আসন আজও খালি কবি

হৃদয় বীণার মাঝে,

রুদ্র বীণার ঝংকার শুনে

তোমার চরণ পাশে।

ক্ষমা কর কবি, হাত জোড় করি

নাও এক মুঠো ফুল,

তোমায় আজ প্রণাম করিতে

যদি করি কোন ভুল।