Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আধার কার্ডের ফটোকপির অপব্যবহার রুখতে বিজ্ঞপ্তি জারি, আধার কার্ডধারিরা সচেতন হোন


 

আধার কার্ডের ফটোকপির অপব্যবহার রুখতে বিজ্ঞপ্তি জারি, আধার কার্ডধারিরা সচেতন হোন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আপনার আধার কার্ডের ফটোকপি কোনও সংস্থার সাথে শেয়ার করার আগে জেনে নেবেন তাদের এই ফটোকপি কতটা জরুরি বা সংশ্লিষ্ট সংস্থার আধার কার্ডের ফটোকপি নেওয়ার অধিকার আছে কিনা। বিশদ না জেনে শেয়ার করবেন না।  কেন্দ্রীয় সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। আসলে আধার কার্ডের অপব্যবহার হতে পারে, এমনই আশঙ্কায় কেন্দ্রীয় সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। বিকল্প হিসেবে অনুগ্রহ করে মাস্কড আধার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ইউআইডিএআই এর বেঙ্গালুরু রিজিওনাল অফিস। 

যা আধার নম্বরের শেষ চারটি সংখ্যা প্রদর্শন করে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লাইসেন্সবিহীন বেসরকারি সংস্থাগুলির আধার কার্ডের একটি অনুলিপি দাবি করার বা রাখার অধিকার নেই।  আরও বলা হয়েছে, শুধুমাত্র সেই সংস্থাগুলি যারা ভারতের অনন্য পরিচয় আধার কর্তৃপক্ষ থেকে লাইসেন্স পেয়েছে তারাই কোনও ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করতে আধার ব্যবহার করতে পারে। সরকার নাগরিকদের তাদের আধার কার্ড শেয়ার করার আগে আধার কর্তৃপক্ষ  বৈধ লাইসেন্স আছে কিনা তা যাচাই করতে বলেছে।

সেই সঙ্গে সরকার মানুষকে তাদের আধার কার্ড ডাউনলোড করতে ইন্টারনেট ক্যাফেতে পাবলিক কম্পিউটার ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।  এ নিয়ে বলা হয়েছে, যদি আপনি ডাউনলোড করেন তবে দয়া করে নিশ্চিত করুন যে আপনি সেই কম্পিউটার থেকে ই-আধারের ডাউনলোড করা সমস্ত কপি স্থায়ীভাবে মুছে ফেলেছেন।  আধার কার্ডের অপব্যবহার করতে না পারে তার জন্য  আধার কার্ডের একটি মুখোশধারী কপি শেয়ার করতে বলা হয়েছে। প্রত্যেক কার্ডধারী সহজেই তার আধারের মাস্কড কপি ডাউনলোড করতে পারেন। তবে এখন থেকে কোথাও আধার কার্ডের ফটোকপি দেওয়ার আগে নিশ্চিত হতে হবে তাদের আধার কার্ডের ফটোকপি নেওয়ার লাইসেন্স আছে কিনা।

এদিকে সর্বশেষ খবরে প্রকাশ আধারের ফটোকপি না দিয়ে 'মাস্কড আধার' দেওয়ার নির্দেশিকা প্রত্যাহার হয়ে গেল। সরকারি তরফে বলা হয়েছে, 'এতে ভুল ব্যাখ্যার সম্ভাবনা থেকে যাচ্ছে।' তার বদলে আধার দেওয়ার সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার।