চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

হাইকোর্টের নির্দেশিকা : কাঁকসার শিক্ষককে প্রাপ্য পেনশন সুদ সহ মিটিয়ে দিতে হবে


 

হাইকোর্টের নির্দেশিকা : কাঁকসার শিক্ষককে প্রাপ্য পেনশন সুদ সহ মিটিয়ে দিতে হবে 


🟣  মোল্লা জসিমউদ্দিন 


➡️  পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এলাকার এক শিক্ষকের প্রাপ্য সমস্ত পেনশন মেটানোর নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই আদেশ দিয়েছেন। আদালত সুত্রে প্রকাশ,  রামপ্রসাদ মুখার্জি নামে পশ্চিম বর্ধমান জেলার  সাতকাহানিয়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের  সুদ সমেত  বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্ট এর বিচারপতি অমৃতা সিনহা। রাম প্রসাদ বাবু গত ১৯৮০ সালে  বর্ধমান জেলার বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে ছিলেন। ২০০৯  সালে  রামপ্রসাদ বাবু প্রধানশিক্ষক এর নিয়োগপত্র পেয়েছিলেন। গত ২০১২ সালের ৩০ মে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক ফৌজদারী মামলায় জড়িয়ে যান। গ্রেপ্তার হয়েছিলেন সে সময়। গত ২০১২ সালের ৩০ জুলাই  রামপ্রসাদ বাবু জামিন পেয়েছেন।  এরপর রামপ্রসাদ বাবুকে বিদ্যালয়ে  যোগদান করতে বাধা দেওয়া হয়। তখন  রামপ্রসাদ বাবু  কলকাতা হাইকোর্টে  রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট নির্দেশ থাকা সত্বেও  প্রাথমিক শিক্ষা সংসদ এর সভাপতি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ। রামপ্রসাদ বাবু তাঁর চাকরি জীবনে  অপশন পরিবর্তন এর জন্য অবেদন করেন। প্রাথমিক শিক্ষা সংসদ তা  খারিজ করে দেয়।  রামপ্রদাস বাবু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে  অবসরপ্রাপ্ত ভাতা পাওয়ার  জন্য হাইকোর্ট এর দারস্থ হন। রিট পিটিশন দাখিল করেন। আবেদনকারীর আইনজীবী   জয়তোষ  মজুমদার ও সৌগত মিত্র আদালতে সওয়াল চালান। প্রাথমিক শিক্ষা সংসদ এর খারিজ এর সিদ্ধান্ত অবর্ণণীয় এবং রামপ্রসাদ বাবু কে অবসরপ্রাপ্ত সুদ সহ বকেয়া পেনশন মিটিয়ে দেওয়া হোক এই মর্মে সওয়াল চলে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সংসদ এর সিদ্ধান্ত কে খারিজ করে  ২৮  দিনের মধ্যে সুদ সহ বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক স্কুল পরিদর্শককে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments