Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হাইকোর্টের নির্দেশিকা : কাঁকসার শিক্ষককে প্রাপ্য পেনশন সুদ সহ মিটিয়ে দিতে হবে


 

হাইকোর্টের নির্দেশিকা : কাঁকসার শিক্ষককে প্রাপ্য পেনশন সুদ সহ মিটিয়ে দিতে হবে 


🟣  মোল্লা জসিমউদ্দিন 


➡️  পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এলাকার এক শিক্ষকের প্রাপ্য সমস্ত পেনশন মেটানোর নির্দেশিকা জারি করেছে হাইকোর্ট। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই আদেশ দিয়েছেন। আদালত সুত্রে প্রকাশ,  রামপ্রসাদ মুখার্জি নামে পশ্চিম বর্ধমান জেলার  সাতকাহানিয়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের  সুদ সমেত  বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্ট এর বিচারপতি অমৃতা সিনহা। রাম প্রসাদ বাবু গত ১৯৮০ সালে  বর্ধমান জেলার বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করে ছিলেন। ২০০৯  সালে  রামপ্রসাদ বাবু প্রধানশিক্ষক এর নিয়োগপত্র পেয়েছিলেন। গত ২০১২ সালের ৩০ মে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক ফৌজদারী মামলায় জড়িয়ে যান। গ্রেপ্তার হয়েছিলেন সে সময়। গত ২০১২ সালের ৩০ জুলাই  রামপ্রসাদ বাবু জামিন পেয়েছেন।  এরপর রামপ্রসাদ বাবুকে বিদ্যালয়ে  যোগদান করতে বাধা দেওয়া হয়। তখন  রামপ্রসাদ বাবু  কলকাতা হাইকোর্টে  রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট নির্দেশ থাকা সত্বেও  প্রাথমিক শিক্ষা সংসদ এর সভাপতি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ। রামপ্রসাদ বাবু তাঁর চাকরি জীবনে  অপশন পরিবর্তন এর জন্য অবেদন করেন। প্রাথমিক শিক্ষা সংসদ তা  খারিজ করে দেয়।  রামপ্রদাস বাবু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে  অবসরপ্রাপ্ত ভাতা পাওয়ার  জন্য হাইকোর্ট এর দারস্থ হন। রিট পিটিশন দাখিল করেন। আবেদনকারীর আইনজীবী   জয়তোষ  মজুমদার ও সৌগত মিত্র আদালতে সওয়াল চালান। প্রাথমিক শিক্ষা সংসদ এর খারিজ এর সিদ্ধান্ত অবর্ণণীয় এবং রামপ্রসাদ বাবু কে অবসরপ্রাপ্ত সুদ সহ বকেয়া পেনশন মিটিয়ে দেওয়া হোক এই মর্মে সওয়াল চলে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সংসদ এর সিদ্ধান্ত কে খারিজ করে  ২৮  দিনের মধ্যে সুদ সহ বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। পশ্চিম বর্ধমান জেলার প্রাথমিক স্কুল পরিদর্শককে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।