Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতা


 

তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতা 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে চিকনহাটি গ্রামে তোলা তোলায় অভিযুক্ত হলেন বিশ্বজিৎ ঘোষ নামে এক তৃণমূল নেতা। পেশায় ভি আর পি। তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে এক ঠিকাদার সংস্থা জানান চিকনহাটি গ্রামের প্রাইমারি স্কুলে সিলিন্ডার কল বসাতে গেলে অভিযুক্ত ওই নেতা ঠিকাদার সংস্থার কাছে দশ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে প্রশাসন। তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান জানান বিশ্বজিৎবাবুর সাথে তৃণমূল পার্টির কোনো সম্পর্ক নেই। তিনি যা করেছেন সেটা মোটেই ভালো কাজ নয়। প্রশাসন ব্যবস্থা নেবে। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন অভিযোগের তদন্ত করা হবে দোষী প্রমাণিত হলে পুলিশকে জানানো হবে। পূর্ত কর্মধ্যক্ষ ভূতনাথ মালিক বলেন মোটেই ঠিক কাজ করে নি বিশ্বজিৎ বাবু। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে প্রশাসনকে। সংশ্লিষ্ট চকদিঘী পঞ্চায়েতের প্রধান গৌর সুন্দর মন্ডল জানান,  বিশ্বজিৎ বাবু কবে তৃণমূলের নেতা হলেন সেটা তাঁর জানা নেই। এটা  তিনি মোটেই ভালো কাজ করেন নি। প্রশাসন তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে বলবেন তিনি তাই করবেন।