স্মরণে বিস্মরণে নজরুল আয়োজনে বর্ধমান সঙ্গীত সমাজ
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে ২৬ মে বহু শিল্পী সমন্বয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্মদিন উদযাপনে উদ্যোগী হয়েছে বর্ধমান সঙ্গীত সমাজ। স্মরণে বিস্মরণে নজরুল শীর্ষক অনুষ্ঠানের সহযোগিতায় থাকছে 'সংবাদ প্রভাতী' পত্রিকা, আলাপ ও সরলরেখা। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান এবছর বর্ধমান টাউন হলের পরিবর্তে বিকেলে বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার সভাকক্ষে আয়োজিত হবে। বর্ধমান সঙ্গীত সমাজের শিল্পীদের পরিবেশিত গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন সঙ্গীত সমাজের সভাপতি বিমলানন্দ রায় ও সম্পাদক শান্তনু চক্রবর্তী।
এবছর একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন স্বরাজ নিয়োগী, সোমনাথ মুখোপাধ্যায়, গৌতম বন্দ্যোপাধ্যায়, স্বাতী তেওয়ারী, চন্দা চট্টোপাধ্যায়, বনানী চক্রবর্তী, কৃষ্ণা বসু মিত্র, লিলি দাস, লাভলী মন্ডল, সৌমিলি বসু, উজ্জ্বল নন্দী, অনন্যা দত্ত, মৌসুমী চক্রবর্তী, দেবব্রত সামুই, বিপাশা নন্দী নাগ, শমী চক্রবর্তী, গার্গী দত্ত, আরাত্রিকা ভট্টাচার্য, জয়তী ভৌমিক, শানু পরামাণিক, জয়া দাস, সুতপা বন্দ্যোপাধ্যায়, অপর্ণা বিশ্বাস চট্টোপাধ্যায়, সৌরভ রায়, রত্না ভট্টাচার্য, নিভা বটব্যাল, শুভশ্রী বোস, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, বুলবুল সিনহা।
সম্মেলক সঙ্গীত পরিবেশনায় অংশ নেবে বর্ধমান সঙ্গীত সমাজ, সতীপ্রসাদ সঙ্গীত একাডেমী, তবলা তরঙ্গ সঙ্গীত একাডেমী, রুদ্রপলাশ, সরল রেখা, ইমনকল্যাণ, সুরঙ্গনা, ভারতীয় গণনাট্য সংঘ।
পাঠ ও আবৃত্তিতে অংশ নেবেন ললিত কোণার, জয়ন্ত ঘোষ, কাকলি রায়, অনির্বাণ বিশ্বাস, অংশুমান কর, অনুপম চট্টোপাধ্যায়, মৌসুমী মুখোপাধ্যায়, শাশ্বতী রায় মজুমদার, মমতা বেজ বাগ, শাশ্বতী মজুমদার।
শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করবেন মাণিক মজুমদার, অরুণ দাস, দেবাশিস দে, তন্ময় বিশ্বাস, আহিরী দাস, অনুপম রায়, প্রণব দে, সন্দীপ দেবনাথ।
অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন সোমজিৎ হালদার, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, রাজেশ হালদার, সোমা রায়।
সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্মাণে রয়েছেন বিমলানন্দ রায়, শ্যামল কুমার দাস, দেবদত্ত চট্টোপাধ্যায়, শান্তনু চক্রবর্তী, জগন্নাথ ভৌমিক, মানব বন্দ্যোপাধ্যায়, রাজেশ হালদার, কিংশুক রায়, কাজল গুহ, সুকান্ত দাস, কৌস্তুভ রায়।