চিরেকা জাতীয় রেল পুরস্কারে ভূষিত
কাজল মিত্র, আসানসোল : চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (চিরেকা)। ভারতীয় রেলওয়ের মানচিত্রে সব চেয়ে বেশি সংখ্যক বৈদ্যুতিক লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করে রেকর্ড সৃষ্টি করেছে। চমৎকার পরিষেবা এবং চমৎকার কর্মক্ষমতা উৎপাদন করে আবারও গ্রিনিচ বুকে তার নাম নথিভুক্ত করেছে। ভারতীয় রেলওয়ের জন্য ২০২১-২২ সালে এটা দুর্দান্ত পারফরম্যান্স। রেলের 'সেরা উৎপাদন ইউনিট শিল্ড ২০২২ পেয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন ফ্যাক্টরি (CLW)। ২৮ মে ভুবনেশ্বরে অনুষ্ঠিত ৬৭ তম জাতীয় রেল পুরষ্কার ২০২২-এর জন্য রেলওয়ে বোর্ড কর্তৃক ঘোষিত এই শিল্ডটি যৌথভাবে চিত্তরঞ্জন এবং ভারতীয় রেলওয়ের আরেকটি উৎপাদন ইউনিট আইসিএফ চেন্নাইকে উপস্থাপন করা হয়েছে৷
রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব, মহাব্যবস্থাপক সতীশ কুমার কাশ্যপ ভারত সরকারের কর পদ্ম থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন পিসিইই আর.যাদব, সিপিএমই এর প্রধান টি কে সিং, জেনারেল ম্যানেজার জনাব কাশ্যপ সহ অন্যান্যরা
চিরেকার মহাব্যবস্থাপক সতীশ কুমার কাশ্যপের দক্ষ নেতৃত্বে চিরেকা কর্মীদের ক্রমাগত সৎ ও কঠোর পরিশ্রম এবং সফল প্রচেষ্টার জন্য এই পুরস্কার অর্জনে সক্ষম হয়েছে।