এস এস সি দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পথে নামলো বামফ্রন্ট

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

এস এস সি দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পথে নামলো বামফ্রন্ট


 

এস এস সি দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পথে নামলো বামফ্রন্ট 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : 'চোর ধরো, জেল ভরো, মন্ত্রীদের বরখাস্ত করো' এই স্লোগান তুলে পথে নামল বামফ্রন্টের বর্ধমান শহর কমিটি। বৃহস্পতিবার বামফ্রন্টের পক্ষ থেকে কার্জনগেট চত্বর থেকে রাজবাটি পর্যন্ত মিছিল করে। মিছিলে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ পা মেলান। মিছিলের সামনের সারিতে ছিলেন সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক, তাপস সরকার, তরুণ রায়, সুপর্ণা ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

মিছিল থেকে আওয়াজ ওঠে বাংলার যৌবনকে বাঁচাতে সকলে প্রতিবাদ প্রতিরোধে সামিল হোন। এছাড়া এস এস সি দুর্ণীতিতে যুক্ত ব্যাক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও করেন বাম নেতৃত্ব। এদিনের মিছিল থেকে তৃণমূল সরকারকে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করা হয়।


Post a Comment

0 Comments