Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এস এস সি দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পথে নামলো বামফ্রন্ট


 

এস এস সি দুর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে পথে নামলো বামফ্রন্ট 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : 'চোর ধরো, জেল ভরো, মন্ত্রীদের বরখাস্ত করো' এই স্লোগান তুলে পথে নামল বামফ্রন্টের বর্ধমান শহর কমিটি। বৃহস্পতিবার বামফ্রন্টের পক্ষ থেকে কার্জনগেট চত্বর থেকে রাজবাটি পর্যন্ত মিছিল করে। মিছিলে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ পা মেলান। মিছিলের সামনের সারিতে ছিলেন সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক, তাপস সরকার, তরুণ রায়, সুপর্ণা ব্যানার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

মিছিল থেকে আওয়াজ ওঠে বাংলার যৌবনকে বাঁচাতে সকলে প্রতিবাদ প্রতিরোধে সামিল হোন। এছাড়া এস এস সি দুর্ণীতিতে যুক্ত ব্যাক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও করেন বাম নেতৃত্ব। এদিনের মিছিল থেকে তৃণমূল সরকারকে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করা হয়।