যুব তৃণমূলের জলসত্র
অতনু হাজরা, আঝাপুর : প্রচণ্ড গরমে পথচলতি মানুষদের সাময়িক স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে জনস্বার্থে অস্থায়ী ক্যাম্প করে মানুষের হাতে ঠান্ডা পানীয় তুলে দিচ্ছেন।
সপ্তাহব্যাপী পূর্ব বর্ধমান জেলায় জেলার যুব সভাপতি অলক কুমার মাঝির নির্দেশে এই জলসত্র চলছে। আজ জামালপুরের আঝাপুরে অস্থায়ী ক্যাম্প করে পথ চলতি মানুষ ও গাড়ি আরোহীদের পানীয় জল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা রাজ্যের এস টি সেলের সভাপতি দেবু টুডু, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের
সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লকের যুব সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, আঝাপুর অঞ্চলের নেতা ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা।