Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যুব তৃণমূলের জলসত্র


 

যুব তৃণমূলের জলসত্র 


অতনু হাজরা, আঝাপুর : প্রচণ্ড গরমে পথচলতি মানুষদের সাময়িক স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে জনস্বার্থে অস্থায়ী ক্যাম্প করে মানুষের হাতে ঠান্ডা পানীয় তুলে দিচ্ছেন। 

 সপ্তাহব্যাপী পূর্ব বর্ধমান জেলায় জেলার যুব সভাপতি অলক কুমার মাঝির নির্দেশে এই জলসত্র চলছে। আজ জামালপুরের আঝাপুরে অস্থায়ী ক্যাম্প করে পথ চলতি মানুষ ও গাড়ি আরোহীদের পানীয় জল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা রাজ্যের এস টি সেলের সভাপতি দেবু টুডু, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের

 সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লকের যুব সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, আঝাপুর অঞ্চলের নেতা ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা।