Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বাঙালিয়ানায় ড্রামাটিক ফ্যাশন শো ফুলবাগানে 


 

বাঙালিয়ানায় ড্রামাটিক ফ্যাশন শো ফুলবাগানে 


🟣  মোল্লা জসিমউদ্দিন


➡️  কলকাতার ফুলবাগান এলাকায় 'চন্দ্রিমা-র আর আর ফ্যাশন হাব' এর কর্ণধার চন্দ্রিমা বসুর  উদ্যোগে, ডিরেক্টর সৌরভ বন্দ্যোপাধ্যায় এর পরিচালনায়  'বাঙালিয়ানা' য় সমৃদ্ধ একটি অভিনব ড্রামাটিক ফ্যাশন শো এর আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজজ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করলেন  'ছোটবউ' খ্যাত নায়িকা দেবিকা মুখার্জী, অনিন্দ্য ব্যানার্জী, দেবনাথ চ্যাটার্জী, রাজদীপ সরকার, আনন্দ চৌধুরী, শুভদীপ চক্রবর্ত্তী, রীতি চৌধুরী, নীলাঞ্জনা মজুমদার, ডাঃ অশোক রায়, ডাঃ রোমি রায়, স্বাতী কর, বিপ্লব চক্রবর্তী প্রমুখ শিল্পী ও বিজ্ঞজন। অনুষ্ঠানটির মূল ভাবনা ছিল বাংলার সংস্কৃতিকে তুলে ধরা একটি ড্রামাটিক ফ্যাশন শো এর মাধ্যমে। অভিনেত্রী ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় ও সুপার মডেল পৌলম সাহা শো স্টপার হিসেবে হাঁটলেন ধুতি পাঞ্জাবি ও লাল সাদা বেনারসীর  সম্পূর্ন বাঙালিয়ানা সাজে। রাইমা বসু, রাহুল হরি, ময়ূরী মেরী দে, অর্পিতা দাস, সুস্মিতা নাগ, মেঘনাদ চ্যাটার্জী, দীপশ্রী সোম, আরুনিতা রায়, শুভেচ্ছা গুঁই, স্বাগতা চট্টোপাধ্যায়, সানন্দা ঘোষ, সুলগ্না বসু, কোমল গুপ্তা, সাগারিক রায়, মালবিকা রায়, পূর্বা দাস, দোলন, দিশানি চৌধুরী, কৃষ্ণেন্দু, সৌরভ দাস প্রমুখ মডেল আর আর ফ্যাশন হাব এর শাড়ী, সালোয়ার আর জুয়েলারীর অনবদ্য কালেকশন এ সেজে দুর্দান্ত পারফরম্যান্স উপস্থাপনা করলো। এই অভিনব অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ ও আর আর ফ্যাশন হাব এর বাংলা ক্যালেন্ডার এর উদ্বোধন করা হলো। সমগ্র ক্যালেন্ডার টি বাংলা টেলিভিশনের নানান পরিচিত মুখ ও কিছু বিশিষ্ট চিকিৎসকদের উজ্জ্বল উপস্থিতি তে আলোকিত রয়েছে। এই অনুষ্ঠান ও ক্যালেন্ডারের আর্টিস্ট কো-অর্ডিনেশন এর দায়িত্বে ছিলেন সাংবাদিক বিপ্লব চক্রবর্তী।