কবি প্রনাম

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

কবি প্রনাম


 

কবি প্রনাম

            

🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী 


আজ তোমার জন্মদিন

আসবে নাকি ফিরে,

দেখবে তুমি লোকের ভীড়ে,

ছেড়ে যাওয়া নিজের নীড়ে!

অতি ভোরে উঠবে সবাই

গাইবে তোমার গান,

প্রভাত ফেরী ঘুরবে পথে

উঠবে কলতান।

চেয়ার পেতে ফটো রাখবে

হবে মাল্য দান

গানের ডালি উঠবে সেজে

হবে নানান গান

সাথে চলবে ধারা ভাষ্য                                 

পাবো নানান জ্ঞান। 


তুমি হলে বিশ্বকবি

জগৎ ব্যাপী নাম,

বিশ্বভারতী তোমার গড়া

সেটাই তীর্থ ধাম।

সেখানে কেউ নেই যে ভালো

হয়না পড়াশুনা,

আশ্রমিকদের মনের  ব্যাথা

শুনতে নাকি মানা !

ছাত্রাবাসে গলায় দড়ি

কেন দেয় ছাত্র ?

কারো চোখে জল থাকে না

অনুশোচনা লেশ মাত্র।

খোলা আকাশ, মুক্ত মঞ্চ

ছাতিম তলায় ক্লাস

এসব এখন হয়েছে অতীত

পড়বে দীর্ঘ স্বাস।

উপাচায্য শুনছি এখন

নিজের গৃহেই বন্দী,

ঝগড়া ঝাঁটির নেইকো শেষ

আন্দোলন নাকি জঙ্গি!

সব দিকেই প্রাচীর এখন

নেই যে খোলা মেলা,

তবুও এবার তোমার পুজোয়

থাকবে বরণ ডালা।

তবুও এসো বিশ্বকবি

দিও নতুনের ডাক,

যত সব বিভেদ প্রাচীর

সব ভেঙে যাক।

Post a Comment

0 Comments