Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কবি প্রনাম


 

কবি প্রনাম

            

🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী 


আজ তোমার জন্মদিন

আসবে নাকি ফিরে,

দেখবে তুমি লোকের ভীড়ে,

ছেড়ে যাওয়া নিজের নীড়ে!

অতি ভোরে উঠবে সবাই

গাইবে তোমার গান,

প্রভাত ফেরী ঘুরবে পথে

উঠবে কলতান।

চেয়ার পেতে ফটো রাখবে

হবে মাল্য দান

গানের ডালি উঠবে সেজে

হবে নানান গান

সাথে চলবে ধারা ভাষ্য                                 

পাবো নানান জ্ঞান। 


তুমি হলে বিশ্বকবি

জগৎ ব্যাপী নাম,

বিশ্বভারতী তোমার গড়া

সেটাই তীর্থ ধাম।

সেখানে কেউ নেই যে ভালো

হয়না পড়াশুনা,

আশ্রমিকদের মনের  ব্যাথা

শুনতে নাকি মানা !

ছাত্রাবাসে গলায় দড়ি

কেন দেয় ছাত্র ?

কারো চোখে জল থাকে না

অনুশোচনা লেশ মাত্র।

খোলা আকাশ, মুক্ত মঞ্চ

ছাতিম তলায় ক্লাস

এসব এখন হয়েছে অতীত

পড়বে দীর্ঘ স্বাস।

উপাচায্য শুনছি এখন

নিজের গৃহেই বন্দী,

ঝগড়া ঝাঁটির নেইকো শেষ

আন্দোলন নাকি জঙ্গি!

সব দিকেই প্রাচীর এখন

নেই যে খোলা মেলা,

তবুও এবার তোমার পুজোয়

থাকবে বরণ ডালা।

তবুও এসো বিশ্বকবি

দিও নতুনের ডাক,

যত সব বিভেদ প্রাচীর

সব ভেঙে যাক।