Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কবি প্রনাম


 

কবি প্রনাম

            

🟣  দিলীপ রঞ্জন ভাদুড়ী 


আজ তোমার জন্মদিন

আসবে নাকি ফিরে,

দেখবে তুমি লোকের ভীড়ে,

ছেড়ে যাওয়া নিজের নীড়ে!

অতি ভোরে উঠবে সবাই

গাইবে তোমার গান,

প্রভাত ফেরী ঘুরবে পথে

উঠবে কলতান।

চেয়ার পেতে ফটো রাখবে

হবে মাল্য দান

গানের ডালি উঠবে সেজে

হবে নানান গান

সাথে চলবে ধারা ভাষ্য                                 

পাবো নানান জ্ঞান। 


তুমি হলে বিশ্বকবি

জগৎ ব্যাপী নাম,

বিশ্বভারতী তোমার গড়া

সেটাই তীর্থ ধাম।

সেখানে কেউ নেই যে ভালো

হয়না পড়াশুনা,

আশ্রমিকদের মনের  ব্যাথা

শুনতে নাকি মানা !

ছাত্রাবাসে গলায় দড়ি

কেন দেয় ছাত্র ?

কারো চোখে জল থাকে না

অনুশোচনা লেশ মাত্র।

খোলা আকাশ, মুক্ত মঞ্চ

ছাতিম তলায় ক্লাস

এসব এখন হয়েছে অতীত

পড়বে দীর্ঘ স্বাস।

উপাচায্য শুনছি এখন

নিজের গৃহেই বন্দী,

ঝগড়া ঝাঁটির নেইকো শেষ

আন্দোলন নাকি জঙ্গি!

সব দিকেই প্রাচীর এখন

নেই যে খোলা মেলা,

তবুও এবার তোমার পুজোয়

থাকবে বরণ ডালা।

তবুও এসো বিশ্বকবি

দিও নতুনের ডাক,

যত সব বিভেদ প্রাচীর

সব ভেঙে যাক।