Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অর্থের যোগান না থাকায় বন্ধ হয়ে গেল শিশুদের খাবার প্রদান


 

অর্থের যোগান না থাকায় বন্ধ হয়ে গেল শিশুদের খাবার প্রদান 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আইসিডিএস কেন্দ্র গুলিতে শিশুদের জন্য রান্না করে দেওয়া খাবার বন্ধ হয়ে গেল আজ। গত দুমাস ধরে এই রান্নার জন্য যে ব্যয় বরাদ্দ সেই টাকা তারা পাচ্ছেন না। সেই কারণেই জামালপুরের যে ৫৩৪ টি আইসিডিএস কেন্দ্র আছে সেই কেন্দ্রের সহায়িকারা রান্না বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

 জামালপুরের সিডিপিও সুশোভন রায় এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন নতুন ব্যবস্থা কার্যকর হওয়ায় দু মাসের বিল সাবমিট করতে সমস্যা হয়েছে সেই কারণেই টাকা দেওয়া যায়নি। সাথে সাথে তিনি এও আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আপাতত সাতদিন মতো খাবার দেওয়া বন্ধ থাকবে বলে তিনি জানান। অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি থেকে এই খাবার দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের এবং গর্ভবতী মায়েদের যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হচ্ছে।