৩ কোটি টাকা সহ ৪ জন আটক
কাজল মিত্র, আসানসোল : রানীগঞ্জ বলবপুর সাহেবগঞ্জ মোড় এলাকায় পুলিশের তল্লাশির সময় একটি চার চাকা লাক্সারি গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে তিন ব্যবসায়ী রাজীব দে, দীপেশ প্যাটেল, ভরত প্যাটেল এবং তাদের ড্রাইভার রঞ্জিত সর্দার বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিলেন। গাড়ির পেছনে ডিকিতে এই টাকা বস্তা ভর্তি করে রাখা ছিল। রানীগঞ্জ বল্লভপুর ফাঁড়ির পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে গিয়ে দেখতে পায়। বিপুল পরিমাণ ওই টাকা উদ্ধার করে পুলিশ। টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।