পুলিশের বড়সড় সাফল্য
অতনু হাজরা, জামালপুর : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো জামালপুর থানার পুলিশ। জামালপুরের ঝাপানডাঙা স্টেশন সংলগ্ন বস্তির ঝুপড়ি থেকে গ্রেপ্তার করে ইমাম হোসেন মোল্লা ওরফে রাজা নামে এক যুবককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ও অন্য জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু রুপোর গয়না, মিউজিক সিস্টেম, কম্পিউটার, মাউস, কিবোর্ড, উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ করে আটক করে তারই এক সঙ্গী তপন দাসকে।
উদ্ধার করা হয় একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও কয়েকটি মোবাইল। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই বিষয় নিয়ে জামালপুর থানায় একটি প্রেস কনফারেন্স করেন। উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং। সুপ্রভাত বাবু জানান, বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলি তারা সংগ্রহ করেছিল বিক্রি করে দেবার উদ্দেশ্যে।
জামালপুর থানার এই সাফল্য সম্পর্কে তিনি বলেন জামালপুর থানার বড়বাবু তাঁর নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই সাফল্য পেয়েছেন।আরো জিজ্ঞাসাবাদ করার জন্য ধৃতদের আবার পুলিশি হেফাজতে চাওয়া হবে বলে জানান। ধৃতদের এর আগে আরো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে বলে জানান তিনি।