পুলিশের বড়সড় সাফল্য

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পুলিশের বড়সড় সাফল্য


 

পুলিশের বড়সড় সাফল্য 


অতনু হাজরা, জামালপুর : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো জামালপুর থানার পুলিশ। জামালপুরের ঝাপানডাঙা স্টেশন সংলগ্ন বস্তির ঝুপড়ি থেকে গ্রেপ্তার করে ইমাম হোসেন মোল্লা ওরফে রাজা নামে এক যুবককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ও অন্য জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু রুপোর গয়না, মিউজিক সিস্টেম, কম্পিউটার, মাউস, কিবোর্ড, উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ করে আটক করে তারই এক সঙ্গী তপন দাসকে। 

উদ্ধার করা হয় একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও কয়েকটি মোবাইল। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই বিষয় নিয়ে জামালপুর থানায় একটি প্রেস কনফারেন্স করেন। উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং। সুপ্রভাত বাবু জানান, বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলি তারা সংগ্রহ করেছিল বিক্রি করে দেবার উদ্দেশ্যে। 

জামালপুর থানার এই সাফল্য সম্পর্কে তিনি বলেন জামালপুর থানার বড়বাবু তাঁর নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই সাফল্য পেয়েছেন।আরো জিজ্ঞাসাবাদ করার জন্য ধৃতদের আবার পুলিশি হেফাজতে চাওয়া হবে বলে জানান। ধৃতদের এর আগে  আরো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments