Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুলিশের বড়সড় সাফল্য


 

পুলিশের বড়সড় সাফল্য 


অতনু হাজরা, জামালপুর : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো জামালপুর থানার পুলিশ। জামালপুরের ঝাপানডাঙা স্টেশন সংলগ্ন বস্তির ঝুপড়ি থেকে গ্রেপ্তার করে ইমাম হোসেন মোল্লা ওরফে রাজা নামে এক যুবককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ও অন্য জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু রুপোর গয়না, মিউজিক সিস্টেম, কম্পিউটার, মাউস, কিবোর্ড, উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ করে আটক করে তারই এক সঙ্গী তপন দাসকে। 

উদ্ধার করা হয় একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও কয়েকটি মোবাইল। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই বিষয় নিয়ে জামালপুর থানায় একটি প্রেস কনফারেন্স করেন। উপস্থিত ছিলেন জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ কুমার সিং। সুপ্রভাত বাবু জানান, বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলি তারা সংগ্রহ করেছিল বিক্রি করে দেবার উদ্দেশ্যে। 

জামালপুর থানার এই সাফল্য সম্পর্কে তিনি বলেন জামালপুর থানার বড়বাবু তাঁর নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই সাফল্য পেয়েছেন।আরো জিজ্ঞাসাবাদ করার জন্য ধৃতদের আবার পুলিশি হেফাজতে চাওয়া হবে বলে জানান। ধৃতদের এর আগে  আরো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে বলে জানান তিনি।