Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার শিবির পরিদর্শনে রোশনি সেন

 


দুয়ারে সরকার শিবির পরিদর্শনে রোশনি সেন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় ২৬ মে দুয়ারের সরকার শিবির পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রোশনি সেন। বর্ধমান ২ ব্লকের বড়শুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত আয়োজিত দুয়ারের সরকার শিবির পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার প্রমুখ।  বর্ধমান ২ ব্লকে উন্নয়নের ১১ বছর সফলভাবে  পালন করার পরে এই দুয়ারে সরকার শিবিরে জনপরিসেবা প্রদান ব্যবস্থা এক অনন্য ভূমিকা পালন করছে বলে ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিন শক্তিগড়ে রামনারায়ন শশীভূষণ বিদ্যাপীঠে আয়োজিত দুয়ারের সরকার শিবিরে পরিষেবা নিতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল জানান, বিদ্যালয় ছুটি থাকা সত্ত্বেও সমস্ত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিডিও সুবর্ণা মজুমদার জানান, দুয়ারে সরকার এর চতুর্থ দফার পঞ্চম দিনে ২৪ টি পরিষেবা প্রদানের ব্যবস্থা  হয়েছিল। 

এরমধ্যে কন্যাশ্রী, লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু সহ একাধিক পরিষেবা নিতে মানুষ দুয়ারে সরকার শিবিরে আসেন।  রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের প্রধান সচিব রোশনি সেন  শিবিরের বিভিন্ন পরিষেবা গুলি দেখে সন্তোষ প্রকাশ করেন।