Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ তৃণমূল কর্মী স্মরণ জামালপুরে



 

শহীদ তৃণমূল কর্মী স্মরণ জামালপুরে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ থেকে ২৪ বছর আগের ঘটনা। ১৯৯৮ সালে তৎকালীন বাম আমলে তৃণমূল কংগ্রেস করার অপরাধে আজকের দিনেই শহীদ হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মরাবাঁধের বাসিন্দা ফিরদৌস রহমান। নৃশংস ভাবে তাকে খুন করা হয়েছিল। সেই সময় রাজ্যের তৎকালীন বিরোধী নেত্রী তথা কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জামালপুরে এসে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। তারপর থেকেই আজকের এই দিনটিতে ফিরদৌস রহমানকে  সম্মান ও শ্রদ্ধার সাথে  স্মরণ করা হয়। তারই গ্রামে তাঁর নামাঙ্কিত শহীদ বেদী নির্মাণ করা হয়। 

আজ তাঁর মৃত্যু দিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লকের সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, স্থানীয় উপ প্রধান সুভাষ কোলে সহ এলাকার নেতৃত্ব ও সাধারণ মানুষজন। দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে মাল্যদান করে ফিরদৌস রহমানকে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব।

 মেহেমুদ খান বলেন ফিরদৌস রহমানের এই বলিদান কখনও মিথ্যা হবে না। জামালপুরবাসী সম্মান ও শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করবে। এবং তাঁর দেখানো পথই অনুসরণ করা হবে।  তাঁর অসমাপ্ত কাজ তাঁরা করবেন বলে জানান তিনি। শুধু তাই নয় তিনি বলেন ফিরদৌস রহমানের সাথে ব্লকে আরো তিন জন শহীদ হয়েছেন। উত্তম ভুল, ঈশা হক মল্লিক, পাঁচু গোপাল রুইদাস। ক্ষমতায় আসার পরই এই শহীদ পরিবার গুলোকে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরদৌস রহমানকে স্মরণ করার পর তাঁর বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধা মা ও পরিবারের সাথে কথা বলেন মেহেমুদ খান ও ভূতনাথ মালিক।