Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো 


 

'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো 


🟣  মোল্লা জসিমউদ্দিন, কলকাতা 


➡️  বৃহস্পতিবার বিকেলে মহানগরের ভিআইপি মোড় সংলগ্ন বেঙ্গল লাউঞ্জে 'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো। মেসার্স প্রশান্ত সাহানা নিবেদিত বিলাস ফাউন্ডেশন প্রযোজিত কল্যাণ সরকারের হাস্যকৌতুক ছবি এটি। এই  অনুষ্ঠানে ছিলেন ছবির কলাকুশলীরা। ছবির সঙ্গীত শিল্পী কুমার শানু, রূপঙ্কর বাগচি। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, ছবির পরিচালক কল্যাণ সরকার।ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী,  কাঞ্চন মল্লিক,  তনিমা সেন, লাভলী মৈত্র, অমিতাভ ভট্টাচার্য, রাত্রি ঘটক প্রমুখ। এই ছবির পরিচালক কল্যাণ সরকার জানিয়েছেন - "প্রখ্যাত সাহিত্যিক সুনীল চক্রবর্তীর 'সমনামী' নাটক থেকে এই ছবির গল্প নেওয়া হয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন সুনীল চক্রবর্তীর পুত্র পার্থ চক্রবর্তী"। এদিন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু জানান - " এই বাংলা ছবিতে ভালো ভালো গান আছে,আপনাদের কাছে অনুরোধ,  সবাই গান শুনবেন। বাংলা ছবির অতীতের গর্ব ফিরে আসবে, সেই ব্যাপারে আশাবাদী "।