Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো 


 

'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো 


🟣  মোল্লা জসিমউদ্দিন, কলকাতা 


➡️  বৃহস্পতিবার বিকেলে মহানগরের ভিআইপি মোড় সংলগ্ন বেঙ্গল লাউঞ্জে 'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো। মেসার্স প্রশান্ত সাহানা নিবেদিত বিলাস ফাউন্ডেশন প্রযোজিত কল্যাণ সরকারের হাস্যকৌতুক ছবি এটি। এই  অনুষ্ঠানে ছিলেন ছবির কলাকুশলীরা। ছবির সঙ্গীত শিল্পী কুমার শানু, রূপঙ্কর বাগচি। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, ছবির পরিচালক কল্যাণ সরকার।ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী,  কাঞ্চন মল্লিক,  তনিমা সেন, লাভলী মৈত্র, অমিতাভ ভট্টাচার্য, রাত্রি ঘটক প্রমুখ। এই ছবির পরিচালক কল্যাণ সরকার জানিয়েছেন - "প্রখ্যাত সাহিত্যিক সুনীল চক্রবর্তীর 'সমনামী' নাটক থেকে এই ছবির গল্প নেওয়া হয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন সুনীল চক্রবর্তীর পুত্র পার্থ চক্রবর্তী"। এদিন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু জানান - " এই বাংলা ছবিতে ভালো ভালো গান আছে,আপনাদের কাছে অনুরোধ,  সবাই গান শুনবেন। বাংলা ছবির অতীতের গর্ব ফিরে আসবে, সেই ব্যাপারে আশাবাদী "।