'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো 

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো 


 

'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো 


🟣  মোল্লা জসিমউদ্দিন, কলকাতা 


➡️  বৃহস্পতিবার বিকেলে মহানগরের ভিআইপি মোড় সংলগ্ন বেঙ্গল লাউঞ্জে 'টাকার রং কালো' ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ হলো। মেসার্স প্রশান্ত সাহানা নিবেদিত বিলাস ফাউন্ডেশন প্রযোজিত কল্যাণ সরকারের হাস্যকৌতুক ছবি এটি। এই  অনুষ্ঠানে ছিলেন ছবির কলাকুশলীরা। ছবির সঙ্গীত শিল্পী কুমার শানু, রূপঙ্কর বাগচি। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, ছবির পরিচালক কল্যাণ সরকার।ছবিতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী,  কাঞ্চন মল্লিক,  তনিমা সেন, লাভলী মৈত্র, অমিতাভ ভট্টাচার্য, রাত্রি ঘটক প্রমুখ। এই ছবির পরিচালক কল্যাণ সরকার জানিয়েছেন - "প্রখ্যাত সাহিত্যিক সুনীল চক্রবর্তীর 'সমনামী' নাটক থেকে এই ছবির গল্প নেওয়া হয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন সুনীল চক্রবর্তীর পুত্র পার্থ চক্রবর্তী"। এদিন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু জানান - " এই বাংলা ছবিতে ভালো ভালো গান আছে,আপনাদের কাছে অনুরোধ,  সবাই গান শুনবেন। বাংলা ছবির অতীতের গর্ব ফিরে আসবে, সেই ব্যাপারে আশাবাদী "। 

Post a Comment

0 Comments