Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে পুলের নিচে গাড়ি, আহত ৫



 নিয়ন্ত্রণ হারিয়ে পুলের নিচে গাড়ি, আহত ৫ 


কাজল মিত্র, আসানসোল : সানানপুর থানার অন্তর্গত ডাবর কোলিয়ারি থেকে চয়নপুর যাবার প্রধান রাস্তার পাশে একটি মারুতি সুজুকি গাড়ি  নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার সেতু থেকে নীচে পড়ে যায়। জানা যায় এই  ঘটনার ফলে গাড়ীর ভেতরে থাকা ৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে  ৩ টি শিশুও রয়েছে। 

জানা গেছে  সোমবার পিন্টু বাউড়ি তার শ্বশুর বাড়ী থেকে গাড়িতে করে পরিবার ও শিশুদের সঙ্গে করে  চয়নপুরের দিকে যাচ্ছিলেন। আর তখনই ডাবর কোলিয়ারির দিক থেকে চয়নপুর যাবার রাস্তায় ডিপোর কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পুল এর নিচে পড়ে গিয়ে উল্টে যায়। এবং সাথে সাথে স্থানীয় মানুষজন ছুটে আসে ছুটে আসে স্থানীয় তৃণমূল কংগ্রেস এর শ্রমিক নেতা দিনেশ লাল শ্রীবাস্তব। খবর দেওয়া হয় সামডি ক্যাম্পের পুলিশ কে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং  দীনেশ লাল শ্রীবাস্তব ও স্থানীয় মানুষদের সহযোগিতায় গাড়ির ভেতরে থাকা সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। যেখানে সামান্য চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত শিশু জয়া বাউড়ি ও রাজেশ বাউড়ি এখনও চিকিৎসাধীন।